কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে অফিস, প্রতীকী ছবি
তিনি যখন একটি সংস্থায় কাজ করতেন, তখন একদিন তাঁর জন্মদিন উপলক্ষে তিনি তাঁর বসের কাছে ছুটি চেয়েছিলেন। বস জিজ্ঞেস করেছিলেন কেন ছুটি চাই। তিনি জানান, তাঁর জন্মদিন, তাই একটা দিন ছুটি চাইছেন।
তাতে তাঁর বস এতটাই বিরক্ত হয়েছিলেন যে তাঁর মনে হয়েছিল জন্মদিনের জন্য একটা দিন ছুটি চাননি, বরং কোনও অপরাধ করে ফেলেছেন। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এখন যখন তিনি তাঁর নিজের একটি সংস্থা শুরু করেছেন, সেখানে তাঁর সংস্থার কর্মীদের জন্য একটি বিশেষ ঘোষণা করেছেন তিনি।
অভিজিৎ চক্রবর্তী নামে ওই উদ্যোগী জানিয়েছেন বার্থডে প্লাস ওয়ান বলে বাৎসরিক ২টি অতিরিক্ত ছুটির কথা। যেখানে তাঁর সংস্থায় কর্মরত কর্মীরা নিজের জন্মদিনে একটি ছুটি পাবেন।
আরও একটি ছুটি পাবেন তাঁর নিকটজন বা বন্ধুর জন্মদিন পালনের জন্য। এই ২টি দিন তাঁরা সংস্থা থেকে অতিরিক্ত ছুটি পাবেন।
বাঙালি উদ্যোগীর কর্মীদের প্রতি এই সহমর্মিতা দেখে নেট দুনিয়া তাঁকে বাহবায় ভরিয়ে দিয়েছে। তিনি নিজেই এই ঘোষণার কথা একটি সোশ্যাল সাইটে শেয়ার করেন।
আর তা দেখার পর থেকেই তা হুহু করে ছড়িয়ে পড়ে। তাঁর সিদ্ধান্তের জন্য তাঁকে তারিফ করতে কার্পণ্য করেননি নেটিজেনরা।
অভিজিৎ ওই সমাজ মাধ্যমে লিখেছেন, নিজের জন্মদিনে সকলেই একটি উপহার আশা করেন। ছুটি কাটা যাওয়া বা কোনও অদ্ভুত আচরণ নয়। বোঝাই যাচ্ছে তিনি তাঁর বসের থেকে পাওয়া ব্যবহারটা ভুলতে পারেননি।