Lifestyle

এই ফলটি নিয়ে বিমানে ওঠা মানা

এ ফলটি নিয়ে বিমানে উঠতে পারবেননা কোনও যাত্রী। নিয়ে এলে বিমানবন্দরেই রেখে তারপর বিমানে পা দিতে দেওয়া হয়। এই কঠোর নিয়মের পিছনে বিশেষ কারণ রয়েছে।

Published by
News Desk

এটি অনেক সময় মন্দিরের বা কোনও পুজোর প্রসাদ হিসাবে মানুষের সঙ্গে থাকে। কিন্তু তার পরেও তা নিয়ে বিমানে উঠতে দেওয়া হয়না যাত্রীদের। একটি ফল নিয়ে যাত্রায় সমস্যা কোথায়? সমস্যা রয়েছে।

যে ফলের কথা বলা হচ্ছে তার নাম নারকেল। নারকেল তো সকলেই খেয়েছেন। শক্ত একটি খোলসের মধ্যে থাকে সাদা পুরু নারকেলের শাঁস। ভারতের বিভিন্ন প্রান্তেই নারকেলের নানা পদ রান্না হয়।

আবার পুজোর প্রসাদ হিসাবেও নারকেলের ব্যবহার বহুল। সেই নারকেল নিয়ে বিমানে উঠতে পারেননা যাত্রীরা। বিমানবন্দরেই আটকে দেওয়া হয়। কারণটি লুকিয়ে আছে শুকনো নারকেলে।

শুকনো নারকেলে অনেক তেল থাকে। যা থেকে আগুন জ্বালানো যেতে পারে। আগুন ধরে যেতে পারে। যা অবশ্যই বিমানে কাম্য নয়। তাই বিমানকে এবং তার যাত্রী কর্মীদের সুরক্ষিত রাখতে নারকেল নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়না।

শুকনো নারকেল নিয়ে উঠলে আগুনের ভয়টা থেকেই যায়। অনেক সময় তা প্রসাদ বলে অনেক যাত্রী অনুরোধ করে থাকেন। কিন্তু শুকনো নারকেল নিয়ে বিমানে ওঠা মানা।

নারকেলই কিন্তু একমাত্র ফল যা বিমানে নিয়ে ওঠা যায়না। ফলের মধ্যে নারকেলে নিষেধাজ্ঞা থাকলেও অন্য ফলে সেটা নেই। তাই ভুলেও বিমান যাত্রা করার হলে সঙ্গে যেন নারকেল না থাকে। কারণ থাকলে তা যাত্রার আগেই বিমানবন্দরে রেখে চলে যেতে হবে। সঙ্গে নিয়ে যাওয়া যাবেনা।

Share
Published by
News Desk
Tags: Lifestyle