Lifestyle

বিশ্বে সবথেকে খারাপ খাবার কোনটি, প্রকাশিত হল ১০০ খারাপের তালিকা

বিশ্বের সবচেয়ে খারাপ খাবার হিসাবে চিহ্নিত হওয়া খাবারগুলির একটি তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে প্রথম ১০০-র তালিকায় এদেশের একটি তরকারিও রয়েছে।

Published by
News Desk

বিশ্বের সবচেয়ে জঘন্য খাবার হিসাবে কোন খাবারগুলি চিহ্নিত হয়েছে। সবচেয়ে খারাপ রেটিং পেয়েছে কোন কোন খাবার। তার একটি তালিকা প্রকাশ করেছে টেস্টঅ্যাটলাস। সেই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ১০০টি খাবারের জায়গা হয়েছে।

যে তালিকায় এদেশের একটি বেগুনের তরকারিও জায়গা পেয়েছে। এই তালিকায় সবচেয়ে খারাপ খাবার হিসাবে জায়গা পেয়েছে সুইডেন ও ফিনল্যান্ডে খাওয়া হয়ে থাকা ব্লডপাট নামে একটি খাবার। যা আদপে অত্যন্ত স্বাস্থ্যকর। এটি রান্না করতে প্রাণির রক্ত ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি ব্যবহার হয় রেনডিয়ারের রক্ত।

এই তালিকায় ইউরোপ, আমেরিকা, এশিয়ার অনেক দেশের খাবার জায়গা পেয়েছে। জায়গা পেয়েছে ভারতের একটি বেগুনের পদও। ১০০টি খাবারের মধ্যে ভারতের ওই একটিমাত্র খাবারই জায়গা পেয়েছে।

খাবারটি তৈরির প্রধান ২টি আনাজ হল আলু আর বেগুন। এছাড়া পেঁয়াজ, টমেটো এবং নানা ধরনের মশলা ব্যবহার করা হয় এই রান্নাটি রাঁধার জন্য।

এটি পঞ্জাবের বাসিন্দাদের অন্যতম প্রিয় একটি পদ। শুকনো আলু বেগুনের তরকারি। এটির নাম আলু বেঙ্গন। রুটি বা পরোটা দিয়ে পঞ্জাবের মানুষজন এটি খেতে বেশ পছন্দ করেন।

কিন্তু বিশ্বের অন্যতম খারাপ খাবার হিসাবে চিহ্নিত তালিকায় এই খাবারটির জায়গা হয়েছে। আনন্দের কথা বাংলার কোনও রান্না এই তালিকায় জায়গা করে নেয়নি। এটাই প্রমাণ করে বাংলার রান্নার তুলনা হয়না।

Share
Published by
News Desk
Tags: Lifestyle