Lifestyle

এত জায়গা থাকতে বিশ্বের ৫টি জায়গায় ভারতীয়রা ভিড় জমাচ্ছেন গ্রীষ্মে

বিশ্বের নানা প্রান্তে ঘোরার জায়গার অভাব নেই। যাঁরা ভারতের বাইরে ঘুরতে যেতে চান তাঁদের ঘোরার জায়গার অভাব নেই। কিন্তু ৫টি জায়গাই সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয়ের পছন্দ।

Published by
News Desk

গরমে অনেকেই ছুটি পেলে ঘুরতে চলে যেতে চান। ভারতের মধ্যে উত্তরের পাহাড়ি অঞ্চলগুলি বাদ দিলে সর্বত্র প্রবল গরম। তাই হিমালয় ঘেঁষা পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার একটা ভিড় প্রতিবছরই থাকে। সেই সঙ্গে বিদেশেও বহু মানুষ ঘুরতে যেতে পছন্দ করেন।

ভারতের বাইরে ভাবলে কিন্তু ঘোরার দারুণ সব জায়গার তালিকা নেহাত ছোট হবেনা। কিন্তু এবার দেখা যাচ্ছে সব ছেড়ে বিশ্বের ৫টি জায়গায় ঘুরতে যাওয়ায় আগ্রহ ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি।

সবচেয়ে বেশি ভারতীয় সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই যাওয়ায় আগ্রহী। তাঁরা তার ব্যবস্থা শুরু করে দিয়েছেন। এছাড়া আরও যে ৪টি জায়গায় ভারতীয়রা যেতে উঁচিয়ে আছেন তা হল ভিয়েতনাম, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মিশর।

এই ৫টি জায়গাই সবচেয়ে বেশি ভারতীয়ের পছন্দ। সে পরিবার নিয়ে হোক বা বন্ধুদের সঙ্গে বা একা, এই ৫টি জায়গাতেই যে গ্রীষ্মকালে ভারতীয়দের ভিড় সবচেয়ে বেশি থাকবে তা মেনে নিচ্ছে ট্রাভেল এজেন্সিগুলিও।

শহর ভেদে অবশ্য এই ৫ জায়গায় যাওয়ার পছন্দে বিভিন্নতা দেখা যাচ্ছে। যেমন বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই ও হায়দরাবাদের মানুষ দুবাই যেতে বেশি পছন্দ করছেন।

আবার বেঙ্গালুরু, মুম্বই ও দিল্লি থেকে প্রচুর মানুষ ভিয়েতনাম ও সিঙ্গাপুরে যেতে সব ব্যবস্থা করে ফেলছেন। আবার মিশর যেতে বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই, চেন্নাই ও হায়দরাবাদের বাসিন্দারা মুখিয়ে আছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Lifestyle