Lifestyle

ওয়ালেট আর পার্স কি এক জিনিস, কি ফারাক রয়েছে এদের মধ্যে

অনেকেই টাকাপয়সা রাখার কথা বললে কখনও বলেন ওয়ালেটে রেখেছেন, কখনও বলেন পার্স-এ। কিন্তু এই ২টি জিনিস একেবারেই এক নয়। ২টোর প্রয়োজনও আলাদা।

Published by
News Desk

প্রাত্যহিক প্রয়োজনের টাকাকড়ি রাখার জন্য অনেকেই ওয়ালেট ব্যবহার করেন। কেউ বলেন পার্স-এ টাকা রেখেছেন। ওয়ালেট আর পার্স একই মনে করেন অনেকে। কিন্তু এদের বিস্তর ফারাক রয়েছে।

ওয়ালেটে টাকা রাখা যায়। ডেবিট বা ক্রেডিট কার্ড রাখা যায়। কিছু কাগজপত্রও রাখা যায়। ওয়ালেট আর মানিব্যাগ একই। যা পকেটে রাখা যেতে পারে। তা পকেটে ঢুকেও যায়। তবে টাকা, কার্ড বা খুব বেশি হলে কাগজপত্রের বেশি কিছু রাখা যায়না।

অন্যদিকে পার্স কিন্তু একদম আলাদা জিনিস। সাধারণত পার্স ওয়ালেটের চেয়ে অনেক বড় হয়। পার্স-এও টাকা রাখা যায়। কার্ড রাখা যায়। টুকটাক কাগজপত্র রাখা যায়। তবে তার সঙ্গে প্রয়োজনীয় আরও কিছু রাখা যায়।

যেমন, মহিলাদের ব্যক্তিগত প্রয়োজনের জিনিস, বাড়ির চাবি, মোবাইল ফোন সহ নানা জিনিস। সাধারণভাবে ওয়ালেট পুরুষরা ব্যবহার করে থাকেন। ছোট আকারের হওয়ায় তা সহজেই প্যান্টের হিপ পকেটে ধরে যায়।

অন্যদিকে পার্স মহিলারাই প্রধানত ব্যবহার করেন। পার্স-এ অনেক জিনিস ধরে। তার আকারে ওয়ালেটের চেয়ে বড় হয়। মহিলারা অনেক প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতে পছন্দ করেন। তাই তাঁদের পার্স লাগে।

পার্স অনেক বেশি প্রয়োজনও মেটায়। তাই সহজ কথায় ওয়ালেট আর পার্স এক জিনিস নয়। বিস্তর ফারাক রয়েছে তাদের মধ্যে। ওয়ালেট বললে মানিব্যাগের সঙ্গে তুলনীয়। কিন্তু পার্স-এর সঙ্গে একেবারেই নয়।

Share
Published by
News Desk
Tags: Lifestyle