Lifestyle

উপহারে টাকার সঙ্গে ১ টাকা দেওয়া হয়, পিছনে রয়েছে ৭টি কারণ

উপহার বা আর্থিক অনুদানে যে অর্থই দেওয়া হোক না কেন তার সঙ্গে ১ টাকা যোগ করে দেওয়া হয়। এই ১ টাকা দেওয়ার সঙ্গে জড়িয়ে আছে ৭টি কারণ।

উপহারে অনেকেই কোনও জিনিস না কিনে টাকা দিয়ে দেন। এই টাকা দেওয়ার জন্য এখন বিশেষ খাম পাওয়া যায় যাতে ১ টাকার একটি কয়েন লাগানোই থাকে। না থাকলেও সে উপহার হোক বা অনুদান হোক বা পুজোতে দেওয়া চাঁদা, দেয় অর্থের সঙ্গে ১ টাকা যোগ করে প্রদান করা হয়। যেমন ১০১ টাকা, ২০১ টাকা, ৫০১ টাকা এবং এমনভাবে যে টাকাই দেওয়া হোক ১ টাকা তার সঙ্গে দেওয়া হয়। এই ১ টাকা যোগ করার সঙ্গে ভারতের প্রাচীন সংস্কৃতির যোগ রয়েছে। রয়েছে ৭টি কারণ।

ভারতে চিরদিনই শূন্যকে শেষ আর ১-কে কোনও কিছুর আরম্ভ বা সূচনা হিসাবে নেওয়া হয়। তাই শূন্য নঞর্থক এবং ১-কে সদর্থক হিসাবে মনে করা হয়।

বিয়ে হোক বা পৈতে, জন্মদিন হোক বা মুখেভাত, ভারতে একে এক নতুন কিছুর শুভারম্ভ হিসাবে নেওয়া হয়। আর কোনও কিছু আরম্ভ মানেই তো ১। তাই ১ টাকা বিয়েতে আর্থিক উপহার থেকে পৈতে, জন্মদিন, মুখেভাতের মত নানা অনুষ্ঠানে শুভ হিসাবে দেওয়া হয়।

ভারতে উৎসব সব বিভেদ মুছে দেয়। এদেশে এক প্রাচীন বিশ্বাস হল যদি কেউ কারও কাছে ঋণ নিয়ে থাকেন, তাহলে কোনও উৎসবে শামিল হয়ে প্রাপককে কমপক্ষে ১ টাকা শোধ করে দিতে হয় ঋণগ্রহীতাকে। এটাকে সামাজিক সুসম্পর্ক বজায় রাখার উপায় হিসাবে ধরা হয়।


মহাভারতে দ্রৌপদীর অক্ষয় পাত্রের কথা তো সকলের জানা। ভগবান শ্রীকৃষ্ণের আশির্বাদে দ্রৌপদীর হাঁড়িতে ১টি ভাতের দানা কখনও শেষ হয়নি। তেমনই ভারতে মনে করা হয় ১ টাকা ঋণ শোধও বাকি টাকা ফেরতের আশাকে জিইয়ে রাখে।

যে কোনও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা প্রদানের ক্ষেত্রেও জুড়ে যায় এই ১ টাকা। বিয়ের মত অনুষ্ঠানে উপহারে অর্থ প্রদান করার সময় সেই উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে আশির্বাদ বা শুভেচ্ছাও প্রদান করা হয়। তাঁরা যেন সারাজীবন যেকোনও প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করতে পারেন। একে অপরের পাশে থাকতে পারেন। সেজন্য তাঁদের উপহারের অর্থ এমন দেওয়া হত যাতে তা সমানভাবে ভাগ না করা যায়। ১ টাকা জুড়ে সেই অর্থকে সমানভাবে ভাগ করা বন্ধ করা হয়।

উপহারের সঙ্গে ১ টাকার কয়েন যোগ করার আরও একটি কারণ হল এটি ধাতু তাই শুভ। মানবদেহে রয়েছে অষ্টধাতুর সমাহার। ধন ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর চিহ্নও হল ধাতু। এক সময় তাই সোনা বা রূপোর কয়েন উপহার হিসাবে দেওয়ার রীতি ছিল। এখন কয়েন স্টিল দিয়ে তৈরি হয়। তাই সেই ধাতব কয়েন উপহারে যুক্ত করা হয় উপহারে ধাতু প্রদান শুভ বলে।

শুভ হিসাবে ১ টাকা উপহারের অঙ্কের সঙ্গে যুক্ত করে দেওয়ার আরও একটি কারণ রয়েছে। উপহারে টাকা দেওয়া হয় যাতে যাঁকে বা যাঁদের দেওয়া হচ্ছে তাঁদের দরকারে লাগে। কিন্তু সঙ্গে ওই ১ টাকা দেওয়া হয় কাজে লাগানোর জন্য নয় বরং লগ্নি করার জন্য। ১ টাকার মত ক্ষুদ্র অঙ্ক থেকেও দক্ষতার সঙ্গে লগ্নি করে তাকে বড় অঙ্কে নিয়ে যাওয়া যায়। এটাই লুকিয়ে থাকে এই ১ টাকার কয়েন প্রদানে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button