Lifestyle

৭টি সাধারণ বিষয় মেনে চললে নিখরচায় আজীবন সুন্দর থাকবে নখ

শরীরের নানা অঙ্গের সঙ্গে নখের যত্নও জরুরি। তার জন্য পার্লারে খরচ করার দরকার নেই। সুন্দর ও ঝকঝকে নখ পেতে ৭টি অতিসাধারণ বিষয় মাথায় রাখা জরুরি।

নখ মানুষের শরীরের কথা বলে। অসুন্দর নখ বুঝিয়ে দেয় শরীর ভাল নেই। আবার হাতকে সুন্দর দেখাতেও নখ সুন্দর ও ঝকঝকে হওয়া জরুরি। সারাজীবন সুন্দর নখ পেতে ৭টি মাত্র বিষয় মাথায় রাখতে হবে। আর তা রাখতে পারলে নখ আপনার হাতের সৌন্দর্যও অনেক বাড়িয়ে দেবে।

নখ সুন্দর রাখতে বিশেষজ্ঞ রাজেশ পাণ্ডিয়া ৭টি বিষয় মনে রাখার পরামর্শ দেন। যা দৈনন্দিন জীবনেই মেনে চলা সম্ভব। এজন্য আলাদা করে খরচ করতে হয়না। কোনও পার্লারে যেতে হয়না।

রাজেশ পাণ্ডিয়ার মতে, প্রথমত, শরীরকে আর্দ্র রাখতে পারলে নখ ভাল থাকবে। নখ ভাল রাখতে সঠিক পরিমাণে জল পান করতে হবে। দ্বিতীয়ত, বর্তমানে কৃত্রিম নখ লাগিয়ে সুন্দর দেখানোর প্রচলন হয়েছে। মহিলারা অনেকেই আর্টিফিশিয়াল নেল বা কৃত্রিম নখ ব্যবহার করছেন।

এটা একেবারেই করা চলবে না। এতে আসল নখ দুর্বল হয়ে যেতে পারে। কৃত্রিম নখের আঠা আসল নখকে দুর্বল করে দেবে। তাছাড়া এতে নখে ময়লা জমাও বেড়ে যায়।

তৃতীয়ত, বাসন মাজার সময় হাতে একটি পাতলা দস্তানা পরে নেওয়া উচিত। এতে নখে সরাসরি বাসন মাজার সাবানের রাসায়নিক লাগেনা। এটি সরাসরি হাত ও নখে লাগলে তা হাতের চামড়া ও নখের ক্ষতি করে। সেই ক্ষতি থেকে রক্ষা করে এই দস্তানা বা গ্লাভস।

হাত দীর্ঘ সময় ভেজা অবস্থায় রাখাও নখ নষ্ট করে দিতে পারে। তাই সেটাও মাথায় রাখতে হবে। চতুর্থত, দৈনন্দিন জীবনে সুস্থ খাবার নখকে আজীবন সুস্থ রাখতে পারে।

সঠিক পরিমাণে ভিটামিন, মিনারেল এবং প্রোটিন শরীরকেই শুধু ভাল রাখে না, নখকেও উজ্জ্বল রূপ দেয়। শক্তিশালী ও সুন্দর করে। পঞ্চমত, লম্বা নয়, নখ ছোট রাখা জরুরি।

অনেকে, বিশেষত মহিলারা নখ বাড়ান। যাতে তাতে নেল পালিশ আরও সুন্দর লাগে। তাঁকে আরও সুন্দর দেখতে লাগে। কিন্তু বিশেষজ্ঞ রাজেশ পাণ্ডিয়ার পরামর্শ, বড় নয়, ছোট নখই সুস্থ নখ উপহার দিতে পারে।

কারণ লম্বা নখে প্রচুর ময়লা জমে, অনেক অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বাসা বাঁধে। তাছাড়া লম্বা নখ যখন তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ছোট নখে তা থাকেনা। আবার ছোট নখ স্বাস্থ্যকরও।

ষষ্ঠত, নখের চারপাশের চামড়ার যত্ন নেওয়া জরুরি। তা পরিস্কার রাখা জরুরি। সপ্তমত, নখে ময়েশ্চারাইজার লাগানো ভাল। এতে নখের ওপর একটি আস্তরণ তৈরি হয়। যা নখকে উজ্জ্বলও দেখায়, আবার রক্ষাও করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মকর রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কুম্ভ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মীন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

November 26, 2025

তুষার যুগের পর আচমকা জেগে উঠল সে, মাঝে পার হল ১২ হাজার বছর

সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…

November 26, 2025

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025