Lifestyle

দেশের এই প্রান্তে বিয়ে মানেই বরের জামাকাপড় ছিঁড়ে নেওয়া

বিয়েতে নানাধরনের প্রথা থাকে। পরিবার ভেদেও আবার নানা নিয়ম থাকে। তবে দেশের এক প্রান্তে বিয়ে মানেই বরের জামাকাপড় ছিঁড়ে নেওয়া হয়।

বিশ্বের যে কোনও প্রান্তেই বিয়ের নানা নিয়ম থাকে। এদেশেও নানা প্রান্তে নানা নিয়ম। দক্ষিণের বিয়ের ধরনের সঙ্গে উত্তরের বিয়ের ধরণ মেলেনা। এমনকি লাগোয়া ২ রাজ্যেও বিয়ে বদলে যায়। বিয়ের ধরনে নানা কিছু যুক্ত হয়। তবে কয়েকটি বিষয় থাকে যা প্রায় সব প্রান্তেই পালন করা হয়। যার একটি হল গায়েহলুদ।

গায়েহলুদ নামে বিয়ের একটি সনাতনি রীতি কিন্তু ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই পালিত হয়ে থাকে। ভারতের একটি প্রান্তে এমনই এক বিয়ের অনুষ্ঠান হয়।

যেখানে প্রাচীন রীতিই হল বরকে বেশ কয়েকজন বিবাহিতা মহিলা প্রথমে গায়ে হলুদ দেন, তারপর তাঁর গা থেকে তাঁর পরনের পোশাক ছিঁড়ে নেন উপস্থিত সকলে। পোশাক ছিঁড়ে নেওয়ার এই প্রথাকে বলা হয় সন্থ।

সন্থ প্রথাটি সিন্ধিদের মধ্যে প্রচলিত। পুরনো এক জীবনকে ছেড়ে নতুন এক জীবনে প্রবেশকে যেমন এই কাপড় ছিঁড়ে নেওয়া দিয়ে পালন করা হয়, তেমনই এভাবে বাড়ির সকলে বরকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানান।

তবে অভিনন্দন বা শুভেচ্ছা জানানোর প্রথাটি শুনে অনেকে অবাক হয়ে যান। এজন্য কাপড় ছিঁড়তে হবে কেন এমন প্রশ্নও করেন কেউ কেউ। কিন্তু এটা একটি প্রাচীন প্রথা।

Wedding
গায়েহলুদ, প্রতীকী ছবি

প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রথা চলে আসছে। আর সিন্ধিদের প্রতিটি পুরুষ এই গায়ে হলুদের সময় পোশাক ছিঁড়ে নেওয়াটা আনন্দের সঙ্গেই উপভোগ করেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button