Lifestyle

টুপির মাথার কাছে একটি বোতাম কেন দেওয়া থাকে, কি এর কারণ

অনেক টুপির ঠিক মাথার ওপর একটি বোতাম দেখতে পাওয়া যায়। এটা থাকার কারণ অনেকের হয়তো জানা নেই। তবে কারণটা খুবই সহজ।

Published by
News Desk

অনেক এমন টুপি হয় যেগুলির মাথার ওপর একটি বোতাম থাকে। বোতামটি আবার টুপি যে কাপড় দিয়ে তৈরি হয়েছে এবং যে রংয়ের, সেই কাপড়ে ঢাকা থাকে। এই বোতামকে বলা হয় স্কোয়াচি।

বোতাম দেওয়া থাকলে অনেকেই মনে করেন টুপিটা পরলে দেখতে ভাল লাগে। তবে কেবল ভাল লাগার জন্যই নয়, অন্য কারণেও টুপির মাথায় এই বোতাম দেওয়া থাকে।

টুপি তৈরি যখন হয় তখন একই রকম কাপড়ের সমান মাপের টুকরোকে সেলাই করে জুড়ে দেওয়া হয়। তাতে টুপিটা পূর্ণ রূপ পায়। মাথায় ঠিকঠাক বসে।

এই যে সেলাই করা হয়, সেই সেলাই করে সব টুকরো এবং সব সেলাই একটি বিন্দুতে গিয়ে মিলিত হয়। সেই বিন্দুটি থাকে ঠিক মাথার মাঝখানে।

ওই জায়গায় সব সেলাই জড়ো হয়ে থাকে। ওই জায়গাটা ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে। নাহলে দেখতে খারাপ লাগতে পারে। এবার এই সংযোগস্থলকে ঠিক করে জুড়ে সেই অংশকে ঢেকে দেওয়া হয় টুপির কাপড়ে ঢাকা একটি বোতামে।

অনেক সময় অবশ্য টুপির কাপড়ের রংয়ের না হয়ে বোতামটি অন্য রংয়েরও হয়। যাতে টুপির কাপড়ের রংয়ের সঙ্গে সেটি ভাল খাপ খায়।

সব মিলিয়ে টুপির ওই মাথার কাছে সেলাইয়ের সংযোগস্থলকে ঢাকতে এবং টুপিটি পরার পর যাতে ভাল লাগে সেটা নিশ্চিত করতে এই বোতাম লাগানো হয়ে থাকে।

Share
Published by
News Desk
Tags: Lifestyle