Lifestyle

এমন জিভে জল আনা এটিএম মেশিন এর আগে দেশের মানুষ দেখেননি

এটিএম মেশিন মানে তাতে একটি কার্ড ব্যবহার হবে। তারপর প্রয়োজন মত অর্থ সেই কার্ডের ভিত্তিতে বেরিয়ে আসবে। তবে এমন এটিএম এ দেশে কেউ দেখেননি।

Published by
News Desk

এটিএম মেশিন বললে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে অলিগলি রাস্তার ধারে বিভিন্ন ব্যাঙ্কের নাম লেখা এটিএম আউটলেট। অর্থের প্রয়োজন হলে যেখান থেকে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলা যায়।

এর বাইরেও যে এটিএম হতে পারে তা অনেকেরই অজানা। তবে এবার এক জিভে জল আনা এটিএম মেশিন চাক্ষুষ করলেন মানুষজন।

এই এটিএম মেশিন থেকে টাকা বার হয়না। তবে বার হয় জিভে জল আনা বিরিয়ানি। এই এটিএম মেশিনের সামনে পৌঁছে স্ক্রিন স্পর্শ করলেই সামনে চলে আসে মেনু।

সেখান থেকে পছন্দসই মেনু অর্ডার করলে তারজন্য প্রদেয় অর্থ দেখাবে। সেটাও স্ক্রিনেই ফুটে উঠবে। এবার সেই দাম কার্ড বা অনলাইনে মিটিয়ে দিলেই হবে।

তারপর ওই এটিএম-এর সামনে অপেক্ষা। মাত্র কয়েক মিনিটের। তারপরই মেশিন দিয়ে দেবে বাক্সবন্দি মন ভাল করা বিরিয়ানি। যা নিয়ে এটিএম ছাড়তে পারবেন মানুষজন। পুরো পদ্ধতির মধ্যে গ্রাহক ছাড়া কোনও মানুষের প্রয়োজন নেই। যা করার মেশিনই করবে।

এমন এক অভিনব এটিএম চালু হয়েছে চেন্নাই শহরে। বিভিকে বিরিয়ানি নামে একটি সংস্থা এই অভিনব বিরিয়ানি এটিএম চালু করেছে।

ভারতে এমন বিরিয়ানি এটিএম এই প্রথম দেখা গেল। যা কার্যতই তার অভিনবত্বের জন্য সকলের নজর কেড়ে নিয়েছে। এটিএম থেকে টাকা ছাড়া বিরিয়ানিও যে বার হতে পারে তা এই নব-ধারনা দেখিয়ে দিল।

Share
Published by
News Desk
Tags: Lifestyle