Lifestyle

ফেলে দেওয়া জিনিসে এমন এক কীর্তি, বিশ্বাস হচ্ছেনা অনেকের

নিজের চোখকে অনেকেই বিশ্বাস করতে পারছেন না। এমনটাও হতে পারে! এসব জিনিস দিয়ে একটা ৪ হাজার বর্গফুটের প্যাভিলিয়ন কখনও হতে পারে! প্রশ্ন অনেকের।

Published by
News Desk

বিয়েনালে প্যাভিলিয়ন। যা তৈরি হল সব ফেলে দেওয়া রাবিশ দিয়ে। যা একাধারে যেমন শক্তপোক্ত, তেমন টেকসই। এই ৪ হাজার বর্গফুটের অপরূপ দর্শন প্যাভিলিয়নটি বিয়েনালে শেষ হলে ভেঙে ফেলা হবে।

তবে না ভাঙলে তা বাড়ির মত ব্যবহারও যে করা যেতে পারে তা মেনে নিচ্ছেন এই ভাবনার মূল কারিগর। প্যাভিলিয়নটি তৈরি হয়েছে বিভিন্ন শিল্পকলা প্রদর্শনের উদ্দেশ্যে। কিন্তু তা এতটাই সুন্দর, সৃজনশীল ভাবনা থেকে তৈরি যে সেটা নিজেই একটি শিল্প। যা দেখতেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

প্যাভিলিয়নটি তৈরি করা হয়েছে সবই ফেলে দেওয়া বা অবহেলায় পড়ে থাকা জিনিস দিয়ে। যেমন এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে অবহেলায় পড়ে থাকা পাথর, ভাঙা ইট, স্থানীয় লাল পাথর এবং বাড়ি তৈরি করার সময় জঞ্জাল হিসাবে বার হওয়া নির্মাণ সরঞ্জাম দিয়ে।

এগুলি দিয়ে ৪ দেওয়াল তৈরি হয়েছে। মেঝে তৈরি হয়েছে গ্রানাইট ও পাথরের টুকরো এবং সিমেন্ট দিয়ে। মাটি ও পাথর দিয়ে চারপাশ শক্ত করে ছাদ তৈরি হয়েছে স্বচ্ছ প্লাস্টিক দিয়ে। যা দিয়ে সকালে রোদ এবং রাতে চাঁদের জ্যোৎস্না এসে পড়ে ভিতরে।

এই স্থাপত্য বিয়েনালে শেষ হলে ভেঙে ফেলা হবে। তবে এর স্থপতি সামিরা রাঠোর জানিয়েছেন কলকাতা, দিল্লি এবং কোচির প্রায় ৬০ জন শ্রমিক ১ মাস পরিশ্রম করে এটি তৈরি করেছেন। এটি এতটাই শক্ত যে একে ভেঙে না ফেললেও এটির ক্ষতি হবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Lifestyle