Lifestyle

তোয়ালে জড়িয়ে গেঞ্জি গায়ে মেট্রোয় চড়লেন যুবক, হাসি থামল না যাত্রীদের

তোয়ালে জড়িয়ে গায়ে গেঞ্জি দিয়ে বাড়ি থেকে বাইরে বার হওয়াও মুশকিলের। সেখানে এক যুবক দিব্যি মেট্রোয় সফর করলেন গন্তব্যে পৌঁছতে।

Published by
News Desk

পরনে হলুদ তোয়ালে। যা কোমরে জড়ানো। দেখে মনে হবে স্নান করতে যাচ্ছেন বা স্নান সেরে সবে বেরিয়েছেন। গায়ে সাদা হাতা ওয়ালা গেঞ্জি। বাড়িতেও বেশিক্ষণ এভাবে কেউ ঘোরেন না। কিন্তু এক যুবক এভাবেই উঠে পড়লেন মেট্রোতে। তারপর অন্য যাত্রীদের সঙ্গে সফর করলেন গন্তব্যে পৌঁছতে।

তাঁকে দেখে কামরায় থাকা অনেকেই অবাক হয়ে যান। প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে অনেকেই হাসতে শুরু করেন। হাসি থামতেই চায়না তাঁদের।

যুবকের অবশ্য তাতে হুঁশ নেই। তিনি তখন ট্রেনের জানালার কাচকে আয়না বানিয়ে নিজের চুল ঠিক করতেই ব্যস্ত। চুল ঠিক করে ওই যুবক কামরার মধ্যেই পায়চারি করতে থাকেন। ফোনেও কথা বলেন।

এককথায় আর পাঁচজন যাত্রীর মতই আচরণ ছিল তাঁর। কিন্তু পরনের পোশাক তাঁকে সকলের থেকে আলাদা করছিল। তাঁকে নিয়ে যে হাসাহাসি হচ্ছে তা নিয়েও তাঁর কোনও মাথাব্যথা ছিলনা।

এই ছবি ইন্টারনেটে হুহু করে ছড়িয়ে পড়েছে। যা দেখেও অনেকে হেসে লুটোপুটি খাচ্ছেন। এমন কাণ্ড যে মেট্রোতে হতে পারে তা ভাবতেও পারছেন না অনেকে।

দিল্লি মেট্রোয় ঘটেছে এই কাণ্ড। একজন তো আক্ষেপ করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি প্রায়ই মেট্রোয় চড়েন। কিন্তু তাঁর কপালে এমন দৃশ্য জোটে না।

কারও মতে, বাড়িতে জল ছিলনা বলে ওই যুবক অফিসেই স্নান সারবেন বলে তৈরি হয়ে বেরিয়েছেন। সব মিলিয়ে এক নির্মল হাসি এই ছবিকে এত দ্রুত ভাইরাল করে দিয়েছে।

Share
Published by
News Desk
Tags: Lifestyle