Lifestyle

গড়গড়ায় সুখটান দিয়ে বরের মুখে ধোঁয়ার চুম্বন দিলেন কনে

গল্প বা সিনেমার চেয়েও বাস্তবের অনেক ঘটনা মানুষকে চোখের পলক ফেলতে দেয়না। তেমনই এক ঘটনা ঘটল একদম বিয়ের মাঝে। বরকে ধোঁয়ার চুম্বন দিলেন কনে।

Published by
News Desk

বিয়েতে বর ও কনের বাড়ির সকলেই উপস্থিত। উপস্থিত অতিথিরাও। কনের পরনে মেরুন আর পিচ রংয়ের লেহেঙ্গা। বরের পরনে সুদৃশ্য স্যুট। এই পর্যন্ত সব স্বাভাবিক।

যেটা অস্বাভাবিক সেটা হল বর কনের সামনে রাখা একটি গড়গড়া। যাতে এখন সুখটান দেওয়ার প্রবণতা আধুনিক প্রজন্মের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

বিভিন্ন শহরে তৈরি হয়েছে হুক্কা বার নামে একটি নতুন স্থান। যেখানে এমন হুক্কা বা গড়গড়ায় টান দিয়ে মৌতাত করতে হাজির হচ্ছেন বহু ছেলেমেয়ে। কিন্তু সেই গড়গড়া যে বিয়েতে এসে হাজির হবে তা কারও জানা ছিলনা।

একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে কনে গড়গড়ায় সুখটান দিচ্ছেন। তারপর মুখে ধোঁয়া ভরে চুম্বনের মত এগিয়ে যাচ্ছেন বরের দিকে।

প্রায় চুম্বন করেন এমন কাছাকাছি ঠোঁট নিয়ে গিয়ে তারপর ধোঁয়াটা ছেড়ে দিচ্ছেন বরের মুখে। মুখটা সরিয়ে এবার তাঁর মুখের মধ্যে আসা সেই ধোঁয়া ছেড়ে দিচ্ছেন বর।

গড়গড়ার সুখটানে যে ২ জনই খুশি তা তাঁদের অভিব্যক্তি থেকেই পরিস্কার। এ এক অভিনব চুম্বন দৃশ্য সন্দেহ নেই। ধোঁয়ার চুম্বন। যা দেখার পর অনেকেই বিষয়টি মেনে নিতে পারেননি। আবার অনেকে বাহবাও দিয়েছেন।

তবে হুক্কার প্রতি টান যে বিয়ের দিন বিয়ের মণ্ডপেও হাজির হবে তা হয়তো আধুনিক প্রজন্মের কাছেও বিস্ময়ের। উত্তর ভারতের এই বিয়ের ছবি নিয়ে চর্চাও কম হচ্ছেনা।

Share
Published by
News Desk
Tags: Lifestyle