Lifestyle

শ্যাম্পুর পর চুলে জট পাকা নিমেষে হবে উধাও, মানতে হবে সহজ নিয়ম

লম্বা চুল অনেক মহিলাই রাখতে ভালবাসেন। কিন্তু সেই চুলে শ্যাম্পু করার পর অনেকে জট পড়ে যাওয়ার সমস্যায় ভোগেন। তা থেকে সহজেই মুক্তি মিলতে পারে।

Published by
News Desk

মহিলাদের লম্বা চুলে শ্যাম্পু করলে অনেক সময় জট পাকিয়ে যায়। যা ছাড়াতে গেলেই চুল ছিঁড়ে যায়। এ সমস্যায় অনেকেই ভোগেন। বিশেষত যাঁদের চুল বেশি লম্বা আবার গোছও ভাল তাঁদের সমস্যা আরও একধাপ বেশি।

কিন্তু তা বলে তো শ্যাম্পু করা ছেড়ে দেন না কেউ! চুলের যত্নের জন্য অবশ্যই প্রয়োজন চুলকে পরিস্কার রাখা। আর তার জন্য শ্যাম্পু তো করতেই হবে নিয়ম মেনে। তাহলে জট থেকে মুক্তি পাওয়ার উপায়?

যাঁদের বেশি চুল আছে তাঁরা কমবেশি সবাই এ সমস্যায় ভোগেন। তবে যাঁরা চুলের নিয়মিত যত্ন নিয়ে থাকেন  তাঁরা তুলনামূলক কম সমস্যায় পড়েন।

বিশেষজ্ঞদের মতে চুলকে ভাল রাখতে হলে প্রচুর পরিমাণে জল খাওয়ার পাশাপাশি শরীরকে সচল রাখা, নিয়মিত ব্যায়াম করা জরুরি। তবে নিতান্তই যদি চুলের জট সমস্যার সৃষ্টি করে তবে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে তা জানালেন স্টার বিউটি পার্লারের বিশেষজ্ঞ শ্যামলী চন্দ।

শ্যামলী জানালেন একটা নিয়মের কথা। চুলে শ্যাম্পু করেই তা আঁচড়ানো যাবেনা। প্রথমে চুলটা শুকোতে দিতে হবে। চুল ৫০ থেকে ৭০ শতাংশ শুকিয়ে গেলে তারপর তাতে চিরুনির ছোঁয়া লাগানোই ভাল।

চুল আঁচড়ানোর ক্ষেত্রে কাঠের চিরুনি ব্যবহার করা সবচেয়ে উপকারি। তবে চুল  ভিজে থাকাকালীন ফিঙ্গার কম্ব বা আঙুল দিয়ে কিছুটা আঁচড়ে নেওয়া যেতে পারে।

শ্যামলী চন্দ আরও বলেন, চুল ভাল রাখার জন্য শীতকালেও চুলে শ্যাম্পু করতে হবে। এছাড়া চুলে অয়েল মাসাজ করতে হবে নিয়মিত। আর  নির্দিষ্ট সময় অন্তর চুল ট্রিম করাতে হবে। অর্থাৎ চুলের আগার অংশ সমানভাবে ছেঁটে নিতে হবে। চাইলে হেয়ার স্পাও করাতে পারেন কেউ। — প্রতিবেদক – প্রিয়া মুখোপাধ্যায়

Share
Published by
News Desk
Tags: Lifestyle