World

অর্ডার দেওয়ার ১৬ বছর পর এল মোবাইল ফোন, দেরির পিছনে রয়েছে অন্য কারণ

এক ব্যবসায়ী অনেকগুলি মোবাইল ফোন অর্ডার করেছিলেন। বিখ্যাত সংস্থার মোবাইল ফোনগুলি অধিকাংশই ছিল অতি দামি। যা তিনি হাতে পেলেন ১৬ বছর পর।

মোবাইল ফোনের জগতে একটা বড় সময় কার্যত বিশ্বজুড়ে রাজত্ব করেছে নোকিয়া। এই মোবাইল প্রস্তুতকারী সংস্থার মডেলের সংখ্যা গুনে বলা যাবেনা। সাধারণ মানুষ থেকে অতি ধনী, সকলের কথা মাথায় রেখেই নোকিয়া হ্যান্ডসেট তৈরি করেছে।

২০১০ সালে অতি ধনীদের পক্ষে কেনা সম্ভব এমনই অনেকগুলি বিপুল দামি মোবাইল ফোন অর্ডার করেছিলেন এক ব্যবসায়ী। ২০১০ সালে অর্ডার করার পর তিনি আর সেই মোবাইল ফোনগুলি হাতে পাননি। কিন্তু অর্ডারটা করা ছিল।

১৬ বছর পর অবশেষে সেই অর্ডার অনুযায়ী মোবাইল তাঁর হাতে এল। যে সেটগুলির অর্ডার তিনি করেছিলেন, সেগুলিই তিনি পেয়েছেন। কিন্তু পাওয়ার পর তাঁর প্রশ্ন এই বিপুল দামি মোবাইল সেটগুলি এখন অচল। সেক্ষেত্রে এগুলিকে তিনি কি বলবেন? এগুলি মোবাইল ফোন নাকি ঐতিহাসিক নিদর্শন!

লিবিয়ার বাসিন্দা ওই ব্যবসায়ীর এই ১৬ বছর পর অর্ডার দেওয়া মোবাইল হাতে পাওয়ার ঘটনা ইন্টারনেটে আলোড়ন ফেলেছে। যদিও এ ভিডিওর সত্যতা নীলকণ্ঠ ডট ইন যাচাই করেনি। তবে দেশ বিদেশের সংবাদমাধ্যমেও এই ঘটনা আলোড়ন ফেলেছে।

তবে কি সংস্থার গাফিলতি, নাকি পৌঁছনোর ক্ষেত্রে বড় কোনও ফাঁক? এর কোনওটিই নয়। এর কারণ হিসাবে কাঠগড়ায় চাপানো হয়েছে লিবিয়ার গৃহযুদ্ধকে। যে গৃহযুদ্ধ সে দেশে এ ধরনের অর্ডার মেনে জিনিস ঢোকাই কার্যত স্তব্ধ করে রেখেছিল।

তাই এই মোবাইলগুলিও মাঝপথেই আটকে থাকে। অবশেষে সেসব মেটার পর এখন যখন ১৬ বছর পার করে সেগুলি হাতে পেলেন ওই ব্যবসায়ী তখন তার আর কোনও মূল্যই নেই।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *