National

বড় ছেলের বিয়ে, ৫ দিনের প্যারোলে মুক্তি পাচ্ছেন লালু

Published by
News Desk

আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদবের আংটি বদল অনুষ্ঠানে থাকতে পারেননি তিনি। পশুখাদ্য কেলেঙ্কারিতে লালু প্রসাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে ১৪ বছরের হাজতবাসের নির্দেশ হয়েছে তাঁর। সেই সাজাই এখন ভোগ করছেন লালুপ্রসাদ। বাবা হয়েও ছেলের জীবনের এত বড় একটা দিনে তাই উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে বিয়েতে পারবেন। বড় ছেলের বিয়ে উপলক্ষে ৫ দিনের প্যারোলের মুক্তি মঞ্জুর হয়েছে তাঁর। আপাতত তিনি রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি।

বড় ছেলের বিয়ে জীবনে একবারই হবে। তাই সেই খুশির মুহুর্তে বাবা হিসাবে তাঁর উপস্থিত থাকার অনুমতি চেয়ে প্যারলের আবেদন করা হয়েছিল আরজেডি-র তরফে। সেই আবেদন গ্রাহ্য হয় এদিন। আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তেজপ্রতাপের বিয়ে উপলক্ষে প্যারলে মুক্ত থাকছেন লালুপ্রসাদ যাদব।

Share
Published by
News Desk