National

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলা, লালুপ্রসাদের ১৪ বছরের জেল

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। শনিবার হল সাজা ঘোষণা। এই মামলায় ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে লালুপ্রসাদ যাদবকে। সঙ্গে ৬০ লক্ষ টাকা জরিমানা। নির্দেশ দিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক শিবপাল সিং। গত সোমবার রাঁচির বিশেষ সিবিআই আদালত লালুকে দোষী সাব্যস্ত করেছিল। তবে চতুর্থ মামলাতে রেহাই মিলেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রর। পশুখাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলাতেও ছাড় পান তিনি। কিন্তু পরপর ৪টি মামলাতেই দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ। দুমকা ট্রেজারি থেকে বেআইনিভাবে সাড়ে ৩ কোটি টাকা তুলে নেওয়ার মামলায় লালুপ্রসাদ ছাড়া আরও ১৮ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। যাদের মধ্যে অনেক রাজনীতিবিদ ও প্রাক্তন আমলা রয়েছেন।

ইতিমধ্যেই দ্বিতীয় ও তৃতীয় পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় জেলবন্দি লালুপ্রসাদ যাদব। এবার চতুর্থ মামলায় ১৪ বছরের কারাদণ্ড নতুন সং‌যোজন হল। যদিও এই সাজা মেনে নিতে পারছেন না লালুপ্রসাদের পরিবার ও সমর্থকেরা। এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের আইনজীবী। এদিকে চতুর্থ মামলার পর এখনও পশুখাদ্য কেলেঙ্কারির আরও ১টি মামলা ঝুলে আছে লালুপ্রসাদের মাথার ওপর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *