Monday , April 23 2018
Kundan Shah

প্রয়াত চিত্রপরিচালক কুন্দন শাহ

‘জানে ভি দো ইয়ারোঁ’ সিনেমাটার কথা মনে পড়ে? অথবা ‘কভি হাঁ কভি না’? এমনই সব কালজয়ী সিনেমার পরিচালক কুন্দন শাহ মারা গেলেন। বয়স হয়েছিল ৬৯ বছর। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক। আর তাতেই মৃত্যু।

ভারতীয় সিনেমায় এক নতুন ধারার সূচনা করেছিলেন তিনি। বিদ্রূপাত্মক কমেডি সিনেমা। ‌যেখানে সমাজের মুখ আর মুখোশকে আলাদা করে দিয়েছিলেন অবহেলায়, অবলীলায়, সহজ সরল হাসিঠাট্টার মধ্যে দিয়ে। সিনেমা নিয়ে নতুন ভাবনার পুরস্কারও পেয়েছেন তিনি। জিতেছিলেন জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার ক্রিটিক অ্যাওয়ার্ড। ছোট পর্দাতেও তাঁর নিজস্ব ঘরানার ছাপ রেখেছিলেন তিনি। ‘নুক্কড়’ বা ‘ওয়াগলে কি দুনিয়া’ এখনও মানুষের মনে তাজা। ১৯৮৩ সালে ‘জানে ভি দো ইয়ারোঁ’ তাঁর প্রথম ছবি। আর প্রথম ছবিতেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন বলিউড তার নতুন এক তারকা চিত্রপরিচালক পেয়ে গেছে।About News Desk

Check Also

Bengali Horoscope

দিনটা কেমন কাটবে? রাশিফল ২২ এপ্রিল, ২০১৮

প্রতিদিনের ভাগ্যের সুলুক সন্ধান লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *