National

এ মেলায় টয়লেট নোংরা দেখলেই কিউআর কোড স্ক্যান করে অভিযোগ

এ মেলার প্রাঙ্গণে সাধারণ মানুষের সুবিধার জন্য অনেক টয়লেট থাকছে। যদি কারও মনে হয় যে টয়লেট পরিস্কার করা হয়নি, তাহলে তিনি সেখান থেকেই অভিযোগ করতে পারবেন।

টয়লেট যদি সাধারণের ব্যবহারের জন্য হয় তাহলে তা সারাক্ষণই প্রায় ব্যবহৃত হতে পারে। আর তা আরও হবে কারণ সেখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে। এই পরিস্থিতিতে টয়লেট পরিস্কার রাখাও উদ্যোক্তাদের কাছে একটা চ্যালেঞ্জ।

তবে এ মেলায় কোনও মানুষের যদি মনে হয় যে টয়লেট অপরিস্কার রয়েছে, তাঁর অসুবিধা হচ্ছে, তাহলে তিনি টয়লেটের দরজায় লাগানো একটি কিউআর কোড স্ক্যান করার সুবিধা পাবেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এই স্ক্যান করে তিনি টয়লেটের সামনে দাঁড়িয়েই তাঁর অভিযোগ জানাতে পারবেন। এমনটাই হতে চলেছে ২০২৫ সালে হতে চলা প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে।

৪ হাজার হেক্টর এলাকা নিয়ে তৈরি হচ্ছে কুম্ভমেলার বিশেষ টাউনশিপ। সেখানেই লক্ষ লক্ষ মানুষের ভিড় জমবে। এই প্রাঙ্গণে এবার মানুষের সুবিধার জন্য যথেষ্ট সংখ্যক টয়লেটের ব্যবস্থা রাখছে উত্তরপ্রদেশ সরকার।

সেই টয়লেটে জোর দেওয়া হচ্ছে স্বচ্ছ ভারত অভিযানের মূল লক্ষ্য। তাই পরিচ্ছন্নতায় কোনও আপস করছেন না মেলার উদ্যোগ আয়োজনে থাকা সরকারি আধিকারিকরা।

এবার কুম্ভমেলায় মেলা প্রাঙ্গণে নজরদারির জন্য এবং মানুষ যাতে সহজে এগিয়ে যেতে পারেন সেজন্য ৩০৮টি এআই ভিত্তিক ক্যামেরা বসানো হচ্ছে। এছাড়া পার্কিং এরিয়ার জন্য ৪৮০টি এআই ভিত্তিক ক্যামেরা ও ৭২০টি সাধারণ ক্যামেরা দিয়ে নজর রাখা হবে। এছাড়া মেলা প্রাঙ্গণের ২০০টি অতি গুরুত্বপূর্ণ স্থানকে চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *