Kolkata

চড়ছে পারদ, সন্ধের পর থেকেই আত্মহারা পার্ক স্ট্রিট

বছরের শেষ রাত বলে কথা। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজলে একে অপরকে অভিনন্দনের পালা। খুশিতে মেতে ওঠা। আনন্দে আত্মহারা হওয়া। নতুন বছরকে একরাশ খুশির মধ্যে দিয়ে স্বাগত জানানো। পুরনো বছরকে বিদায় জানানো। এই দিনটায় কলকাতার পার্ক স্ট্রিটে মানুষের ঢল ফি বছরের চিত্র। নতুনত্ব সেই অর্থে কিছু নেই। তবু যেন প্রতি বছরই নতুন। তাই অনেকেই এদিনের মধ্যরাতটা এই সাহেব পাড়াতেই কাটান। চেনা অচেনা আশপাশের সকলের সঙ্গে ভাগ করে নেন নতুন বছরে পা দেওয়ার খুশি।

এদিন সন্ধে থেকেই পার্ক স্ট্রিটে ভিড় জমা শুরু হয়। অন্ধকার যত জমাট বেঁধেছে ততই বেড়েছে ভিড়। এদিকে ভিড়কে সামলাতে ও কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখতে পুলিশি বন্দোবস্ত ছিল যথেষ্ট। নিউ ইয়ার সেলিব্রেশনের রাতে উন্মাদনার মাদকতা যাতে মাত্রা না ছাড়ায় সেদিকেও রয়েছে কড়া নজরদারি। কোনওভাবে মহিলারা আনন্দ করতে এসে যাতে কোনও অসুস্থ পরিস্থিতির শিকার না হন সেজন্য রয়েছে ওয়াচ টাওয়ার থেকে সিসিটিভি, সাদা পোশাকে পুলিশ। কোনও বেয়াদপি দেখলেই সক্রিয় হচ্ছেন তাঁরা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এখন পার্ক স্ট্রিটে বড়দিন ও নতুন বছরের কথা মাথায় রেখে উৎসবের আয়োজন। সেই উৎসব প্রতি বছরই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পার্ক স্ট্রিট সেজে ওঠে রঙিন আলোর সাজে। উৎসবের মেজাজ নিয়ে সেজে ওঠে অ্যালেন পার্ক। সব মিলিয়ে কলকাতার প্রাণকেন্দ্রে প্রতি বছরের মতই এবারও নতুন বছরকে স্বাগত জানাতে উন্মাদনায় এতটুকু খামতি নেই।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *