Kolkata

চতুর্থীতেও তিতলির প্রভাব, ঝড়-বৃষ্টি

শহর শুকনো থাকলে শনিবার কলকাতার রাজপথে তিল ধারণের জায়গা থাকত না। সকাল থেকেই ভিড় বাড়তে থাকত প্যান্ডেলে প্যান্ডেলে। যা একসময়ের পর জনস্রোতে পরিণত হত। বিগত বছরগুলোতে তেমনই দেখা গেছে। কিন্তু তিতলির কামড়ে তৃতীয়া থেকেই শহর গিয়েছে গুটিয়ে। অনেকেই গৃহবন্দি। বৃষ্টির কারণে পূর্বনির্ধারিত পরিকল্পনা বাতিল করতে হয় তাঁদের। এদিকে তৃতীয়ার পর চতুর্থীতেও তিতলির খেল অব্যাহত। সকালটা ভাল থাকলেও দুপুর থেকে ফের আকাশ কালো করে নামে বৃষ্টি। বৃষ্টি হয়েছে বেশ ভালই। কলকাতায় ঝড় না হলেও এদিন নন্দীগ্রামে এমন ঝড় হয়েছে যে বেশ কিছু গ্রাম তছনছ হয়ে গেছে। প্রচুর গাছ উপড়ে পড়েছে। ভেঙেছে কাঁচা বাড়ি। পুজোর মুখে মাথায় হাত পড়েছে সেখানকার স্থানীয় মানুষজনের। অনেকেরই মতে এমন ঝড় সচরাচর দেখা যায় না।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার থেকে আকাশ পরিস্কার হতে শুরু করবে। মহাষষ্ঠী থেকে আকাশ ঝলমল করবে। কিন্তু পুজোর আগে থাকে শেষ মুহুর্তের প্রস্তুতি। ফলে পুজো উদ্যোক্তাদের মন খারাপ। এত দিনের পরিশ্রম। এত খরচ। কোথাও গিয়ে তা কিছুটা হলেও নষ্ট হচ্ছে বৃষ্টিতে। যদিও সব কিছুর পরও সকলের একটাই আশা পুজোর দিনগুলোয় বৃষ্টি থেকে মুক্তি মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button