Entertainment

রাতদিনের ব্যস্ততা শিকেয়, মাছি তাড়াচ্ছে টলিপাড়া


কিছুদিন আগেই টেকনিশিয়ানদের সঙ্গে প্রযোজকদের জটিলতা তৈরি হয়েছিল টলিপাড়ায়। এবার প্রযোজকদের সঙ্গে সংঘাত লাগল আর্টিস্ট ফোরামের। যার জেরে বিগত ২ দিন ধরে স্তব্ধ টলিপাড়ার যাবতীয় কর্মকাণ্ড। দিনরাত কর্মব্যস্ত স্টুডিওগুলো ফাঁকা। কাজকর্ম শিকেয়। ইতিউতি বসে গল্প করছেন কেউ কেউ। আর্টিস্ট ফোরামের দাবি, প্রয়োজকরা তাঁদের সময়মত টাকা দিচ্ছেননা। ফলে তাঁদের কাজ বন্ধ করে নিজেদের দাবিতে সোচ্চার হতে হয়েছে।


প্রয়োজকদের তরফ থেকে যদিও এই অভিযোগ মানা হয়নি। তাঁদের দাবি ছুটিছাটার কারণে টাকা দিতে দেরি হয়েছে ঠিকই। তবে টাকা দেওয়া হচ্ছেনা বা হবেনা এমন নয়। সকলেই টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে ২ পক্ষে একটি বৈঠকও হয়েছে। কিন্তু সেই বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বার হয়নি। ফলে কাজ যেমনকার বন্ধ তেমনই রয়েছে। এমন চলতে থাকলে অনেক সিরিয়ালের নতুন এপিসোড ধারাবাহিকভাবে দর্শকদের কাছে পৌঁছবে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *