Entertainment

স্তব্ধ টলিপাড়া, সব সিরিয়ালের শ্যুটিং বন্ধ

সময়ের ঠিক নেই। গভীর রাত পর্যন্ত চলছে শ্যুটিংয়ের কাজ। সব শেষ হতে হতে অনেক সময়ে মধ্যরাত হয়ে যায়। এর বিহিত করার দাবিতে এবার সরব টেকনিশিয়ানরা। তাঁরা চাইছেন কাজের সময় বেঁধে দেওয়া হোক। এমনভাবে রাত পর্যন্ত কাজ চললে অনেক সময়ে তাঁরা বাড়ি ফেরার গাড়ি পর্যন্ত পাননা। এরসঙ্গে যুক্ত হয়েছে পারিশ্রমিক বৃদ্ধির দাবিও। এমনই বিভিন্ন দাবিদাওয়াকে সামনে রেখে টেকনিশিয়ানদের ক্ষোভে বন্ধ হয়ে গেল টলি পাড়ার কাজকর্ম। দিন থেকে রাত। এখানে বিভিন্ন স্টুডিওয় চলে টেলি সিরিয়ালের শ্যুটিং। তার ওপরই দাঁড়িয়ে থাকে বিভিন্ন চ্যানেলে প্রাত্যহিক সিরিয়ালের পর্ব। সেই কাজ এদিন স্তব্ধ হয়ে গেল। সারা দিন ফাঁকা ধুধু করল টলি পাড়া।

টেকনিশিয়ান ও প্রযোজকদের মধ্যে চাপানউতোর আজকের নয়। বিভিন্ন সময়েই নানা বিষয়কে সামনে রেখে এঁদের মধ্যে মনোমালিন্য সামনে এসেছে। ব্যাহত হয়েছে টলিপাড়ার কাজ। এদিনও তেমনই হল। তবে প্রযোজকদের সঙ্গে টেকনিশিয়ানদের ফেডারেশন বৈঠকে বসছে। তা থেকে সমাধান সূত্র বেরিয়ে এলে ফের ছন্দে ফিরবে টলিপাড়ার দিনভরের ব্যস্ততার চেনা ছবি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *