Kolkata

ঘণ্টা খানেকের তুমুল বৃষ্টিতে বেহাল কলকাতা, জলমগ্ন উত্তর থেকে দক্ষিণ

বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টির কবলে কলকাতা। সাধারণত বর্ষার শুরুতে কয়েক পশলা বৃষ্টির পর রোদ উঠে যায়। মাঝে মধ্যে দু-এক পশলা বৃষ্টি হতে থাকে। কিন্তু এবার প্রাক বর্ষাতেই অঝোর ধারাপাত যে ব্যাটিং দেখিয়েছে তাতে তেমনটা হচ্ছে না। বরং মঙ্গলবার দুপুর থেকেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। তারপর শুরু হয় প্রবল বৃষ্টি। এদিন বৃষ্টির সঙ্গে নিরন্তর বজ্রপাত হতে থাকে। শহর কলকাতায় এমন মুহুর্মুহু বজ্রপাত কমই দেখা যায়। সঙ্গে প্রবল বৃষ্টি হতে থাকে। বৃষ্টিতে গোটা শহর জলের তলায় চলে যায়। একঘণ্টার তুমুল বৃষ্টি কিন্তু স্তব্ধ করে দেয় শহরের স্বাভাবিক জনজীবন। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই প্রবল বৃষ্টি হয়েছে। বিভিন্ন রাস্তা জলের তলায় চলে যায়। পুরসভার তরফে দ্রুত জল নামানোর ব্যবস্থা করা হলেও বিকেলে অনেক রাস্তাই ছিল জলের তলায়। দুপুর বিকেল করে বৃষ্টি নেমেছিল। ফলে তখন অফিস ছুটি না হলেও বৃষ্টির জেরে অফিস ফেরত মানুষজন বিকেলে মুশকিলে পড়েন। যানবাহনের গতি শহর জুড়েই ছিল শ্লথ। অনেক রাস্তায় জল জমে ছিল। আকাশ সাদা করা বৃষ্টিতে ফের এদিন ধরা পড়েছে শহরের চেনা জলছবি।

শুধু কলকাতা বলেই নয়, এদিন হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই প্রবল বৃষ্টি হয়েছে। বাজ পড়েছে মুহুর্মুহু। বাজ পড়ে বাঁকুড়ায় ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। এদিকে উত্তরবঙ্গেও এবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *