Kolkata

বিকেল গড়াতেই কলকাতার আকাশে কালো মেঘ, নামল বৃষ্টি

Published by
News Desk

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সকালেই হয়েছিল ঝড়। সঙ্গে বৃষ্টি হয়েছে বেশ ভালই। দুপুরের পর কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয় হাওয়া অফিস। পূর্বাভাস সত্যি করে বিকেল গড়াতেই কলকাতা সহ আশপাশের জেলাগুলির আকাশ কালো হয়ে যায়। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও নামে। বৃষ্টি নামে কলকাতাতেও। তবে সর্বত্র নয়। যদিও আকাশ কালো করা মেঘ ছিল সর্বত্রই। সঙ্গে ছিল ঠান্ডা সোঁদা গন্ধ মাখা হাওয়া। যা বৃষ্টির বার্তাই বহন করছিল।

তবে যতটা আশা করা গিয়েছিল ততটা কিন্তু সন্ধের মধ্যে হয়নি। মেঘ গুড়গুড় করলেও যে বৃষ্টি প্রত্যাশা করছিলেন গুমোট গরমে নাজেহাল কলকাতাবাসী। সেই বৃষ্টি কিন্তু অধরাই রইল। তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তা যদি হয় তবে সপ্তাহান্তের শুরুটা মন্দ যাবেনা শহরবাসীর।

Share
Published by
News Desk