
বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের জেরে সকাল থেকেই কার্যত অচল কলকাতা। সেই নিম্নচাপ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অতি গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে। ফলে বৃষ্টিও বেড়েছে। এদিকে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে সকাল থেকেই দমদম বিমানবন্দরের উড়ান ওঠানামা ব্যাহত। বেলা বাড়ার পর তা আরও জটিল আকার নেয়। ২৬টি বিমানের রুট বদল করা হয়েছে। চরম সমস্যার শিকার হয়েছেন বিমান যাত্রীরা। বিমান ওঠানামা ব্যাহত হওয়ায় বহু যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা বিমান বন্দরে ঠায় অপেক্ষা করতে দেখা যায়। যেভাবে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে বিমান চলাচল কখন ঠিক স্বাভাবিক হবে, তাও পরিস্কার নয়।
এদিকে গঙ্গার জলে স্রোত বেড়ে যাওয়ায় বেলার পর কোনও ঝুঁকি না নিয়ে বন্ধ করে দেওয়া হয় কলকাতা ও হাওড়ার মধ্যে ফেরি চলাচল। অনেক রাস্তায়ও ক্রমশ জল বাড়ায় কলকাতায় যানচলাচলে সমস্যা বাড়তে থাকে।













