Kolkata

একাদশীতেও পিছু ছাড়ল না বৃষ্টি

Published by
News Desk

অষ্টমী, নবমী-তে ভেসেছে শহর। বিজয়ার দিন সকালেও ভাল বৃষ্টি হয়েছিল। একাদশীতে ফের প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা। এদিন সকাল থেকেই কলকাতা সহ দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া সহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টিতে নাজেহাল কলকাতা। রবিবার হওয়ায় সমস্যা তেমন না হলেও পুজোর সময়ে বৃষ্টি বাঙালির কাছে কখনও অভিপ্রেত হতে পারেনা। এবার হাওয়া অফিসের পূর্বাভাস ছিল পুজোয় বৃষ্টি হতে পারে। হলও তাই। কার্যত দুর্গাপুজো এবার কাটল বৃষ্টিতেই। তবে অষ্টমী হোক বা নবমী, বিকেলের পর কিছুটা অবস্থার উন্নতি হওয়ায় মানুষ সন্ধের পর ঠাকুর দেখেছেন চুটিয়ে।

এদিকে এখনও অনেক প্যান্ডেলেই ঠাকুর রয়েছে। ফলে একাদশীতেও সকাল থেকে ঠাকুর দেখার বিরাম ছিলনা। বৃষ্টি মাথায় করেই অনেকে বেরিয়েছিলেন ঠাকুর দেখতে। বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের আনাগোনা নজর কেড়েছে। তবে বৃষ্টি বেলা গড়িয়েও ছিল অব্যাহত। কখনও ঝেঁপে তো কখনও ঝিরঝির করে বৃষ্টি হয়েছে।

Share
Published by
News Desk