Kolkata
সপ্তাহ শেষে বৃষ্টির আমেজ

অনেকেরই শুক্রবার উইকএণ্ড শুরু। আর একটা দুরন্ত উইকএণ্ডের বার্তা নিয়ে হাজির বৃষ্টি। শহরে খুব বেশি বৃষ্টি না হলেও শুক্রবার সন্ধের পর শহর জুড়ে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন বঙ্গবাসীর মনে আশার সঞ্চার করে। প্রায় সাথে সাথেই শুরু হয় বৃষ্টি। যদিও বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি, তবু, ক্ষণিকের বৃষ্টি শহরের বুকে স্বস্তি এনেছে। এক ধাক্কায় গরম অনেকটাই কমিয়ে দিয়েছে। জোড়া নিম্নচাপের জেরে কলকাতার আকাশে মেঘের আনাগোনা শেষ কয়েকদিন ধরেই চলছে। এদিন কিন্তু তা কেটে দিনভর রোদ ছিল। ফলে অস্বস্তি বেড়েছে। বেড়েছে ঘাম, গরমে কষ্ট। কিন্তু সন্ধে নামতে ফের শহরে হাওয়ার দাপট। এদিনের বৃষ্টি কালবৈশাখী বয়ে না আনলেও স্বস্তি এনেছে বৈশাখে।