Kolkata

অঝোর বৃষ্টিতে বানভাসি কলকাতা, মৃত ১

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা বৃষ্টিতে শহর কলকাতা কার্যত জলের তলায় চলে যায়। বানভাসি কলকাতায় মর্মান্তিক এক ঘটনা ঘটে। মৃত্যু হয় ১ জনের।

মঙ্গলবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। দুপুরে আকাশ কালো করে নামে প্রবল বৃষ্টি। সঙ্গে বাজ পড়তে থাকে। মুষলধারে বৃষ্টি এদিন টানা প্রায় দেড় ঘণ্টার ওপর চলে।

তারপর বৃষ্টির দাপট কমলেও বৃষ্টি চলে প্রায় সন্ধে পর্যন্ত। যার জেরে এদিন শহর কলকাতার অনেক জায়গা জলের তলায় চলে যায়। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার নিচু এলাকা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কলকাতার অনেক জায়গার সঙ্গে রাজভবনের সামনেটাও জলের তলায় চলে যায়। সেখানেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এক বাইক আরোহীকে জলেই ভাসতে দেখা যায়।

পুলিশ এসে তাঁর নিথর দেহ উদ্ধার করে। পাশেই জলে ভাসছিল তাঁর বাইক। পুলিশের অনুমান কোনও ভাবে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁর মৃত্যু হয়।

বানভাসি রাস্তায় এমন ঘটনা কলকাতায় নতুন নয়। এদিন আরও এক ব্যক্তির প্রাণ গেল।

এদিনের বৃষ্টিতে অনেক রাস্তায় এতটাই জল জমে যায় যে যান চলাচল বিঘ্নিত হয়। যদিও এখন রাস্তায় অপেক্ষাকৃত কম মানুষের আনাগোনা। আধা লকডাউনে শহর।

তাও পথচলতি মানুষের সংখ্যা নেহাত কম ছিলনা। দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিতে কাজে বার হওয়া মানুষজন প্রবল সমস্যায় পড়েন।

Show More