Categories: Kolkata

নিয়ন্ত্রণ হারাল বাস, মৃত ১

Published by
News Desk

বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১ ব্যক্তির। আহত ৫ জন। তাঁদের বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলার দিকে ঘটনাটি ঘটে দক্ষিণেশ্বরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি মিনিবাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। ল্যাম্পপোস্টের গায়েই একটি দোকানে তখন দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। তিনি বাসের সামনে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মারায় আতঙ্ক ছড়ায় ওই বাসের যাত্রীদের মধ্যেও। তাঁদের মধ্যে ৩ জন গুরুতর আহত হন। আহত হন বাস চালকও। এক পথচলতি মানুষও আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে দক্ষিণেশ্বরে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

Share
Published by
News Desk

Recent Posts