Categories: Kolkata

গোষ্ঠীদ্বন্দ্বের জের, তছনছ পার্টি অফিস

Published by
News Desk

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়াল কসবার নারকেল বাগান এলাকায়। এদিন একদল দুষ্কৃতী তাণ্ডব চালায় এলাকার তৃণমূলের একটি পার্টি অফিসে। অফিসের জানলা দরজা ভেঙে দেওয়া হয়। ভাঙচুর করা হয় সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি ও মোটরবাইক। ভেঙে দেওয়া হয় টেবিল চেয়ারও। তৃণমূলের স্থানীয় বিধায়কের দখলে রয়েছে এই পার্টি অফিসটি। সেখানে তাঁর অনুগামীরাই বসেন। অভিযোগ বিধায়ক জাভেদ খানের গোষ্ঠী বেশ কিছুদিন ধরেই নাকি এই পার্টি অফিসটির দখল চাইছিল। তাই এদিন তারাই হামলা চালায় বলে অভিযোগ করেছে অন্যপক্ষ। এদিকে নারকেল বাগানের এই ঘটনায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ল।

Share
Published by
News Desk

Recent Posts