Kolkata

ফের রেকর্ড গড়ল রাজ্যে একদিনে করোনা সংক্রমণ

প্রাত্যহিক নতুন করে করোনা সংক্রমণে গত এক সপ্তাহে রাজ্যের ছবি ক্রমশ দুশ্চিন্তার হয়েছে। গত একদিনে তা নতুন রেকর্ড গড়ল।

Published by
News Desk

কলকাতা : গত একদিনে রাজ্যে করোনা সংক্রমিত ১ হাজার ৩৪৪ জন। যা এখনও পর্যন্ত কখনও হয়নি। একদিনে রাজ্যে এত মানুষ সংক্রমিত হওয়া নতুন করে দুশ্চিন্তার কারণ হল। প্রতিদিন যেভাবে দৈনিক সংক্রমণ বাড়ছে তাতে দুশ্চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। রবিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪০৩টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। যার হাত ধরে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা লাফিয়ে পার করল ২৮ হাজারের গণ্ডি। পশ্চিমবঙ্গে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২৮ হাজার ৪৫৩ জন।

সংক্রমণের এই করুণ পরিস্থিতিতে প্রতিদিন মৃতের সংখ্যাও বাড়ছে। গত একদিনে রাজ্যে ২৬ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যার হাত ধরে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা ৯০০-র গণ্ডি পার করে গেল। রাজ্যে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ৯০৬ জন। গত একদিনে যে ২৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৬ জনের। এর বাইরে ৫ জন উত্তর ২৪ পরগনায়, ৪ জন হাওড়ায় ও ১ জন দক্ষিণ ২৪ পরগনায় মারা গেছেন।

সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি রাজ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও প্রতিদিন বাড়ছে। গত একদিনে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন। যার হাত ধরে রাজ্যে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫৯ জন। শতাংশের হিসাবে সুস্থতার হার ৬৩.১১ শতাংশ। অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯ হাজার ৫৮৮ জন। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus