Kolkata

রাজ্যের মন্ত্রীর বাড়িতে করোনার থাবা, আক্রান্ত স্ত্রী

রাজ্যের এক মন্ত্রী সুজিত বসু করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন। এবার অন্য এক মন্ত্রীর স্ত্রী করোনা আক্রান্ত।

Published by
News Desk

কলকাতা : গত শুক্রবারই টলিউড তারকা কোয়েল মল্লিক নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি এবং তাঁর বাবা, মা ও স্বামী করোনা আক্রান্ত। তার পরদিন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা জানালেন তাঁর স্ত্রী করোনা আক্রান্ত। তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। গত ১০ জুলাই তাঁর স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে বলে জানিয়েছেন মন্ত্রী।

লক্ষ্মীরতন জানান, তিনি নিজে এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সঙ্গে রয়েছেন তাঁর বাবা ও তাঁর ২ ছেলে। আগামী বুধ-বৃহস্পতিবারের মধ্যেই তাঁর পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হবে। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পর ফের রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে করোনা থাবা বসাল।

লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী রাজ্যের স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিক। তিনি করোনা পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি নিজেই করোনা সংক্রমণের শিকার হলেন। কয়েকদিন ধরে অসুস্থতা থাকায় তাঁর করোনা পরীক্ষা হয়। করোনা পজিটিভ ধরা পড়ে।

Share
Published by
News Desk

Recent Posts