Kolkata

করোনায় মৃত বৃদ্ধের দেহ বাড়িতেই পড়ে রইল ২ দিন

করোনা সংক্রমণে মৃত এক বৃদ্ধের দেহ ২ দিন বাড়িতেই পড়ে রইল। পরিবারের তরফে যোগাযোগ করা হলেও কোথাও থেকে ২ দিনে সৎকারের বন্দোবস্ত হয়নি বলে অভিযোগ পরিবারের।

কলকাতা : ৭১ বছর বয়সী এক বৃদ্ধ থাকতেন কলকাতার আমহার্স্ট স্ট্রিটে। সেখানে গত সোমবার তাঁর মৃত্যু হয়। আগেই অসুস্থ ছিলেন। তাঁকে যে চিকিৎসক দেখছিলেন তিনি নমুনাও পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। তবে তা পাঠানোর পরই ওই বৃদ্ধের মৃত্যু হয়। চিকিৎসকের অনুমান ছিল এটা করোনা হতে পারে। এদিকে ওই বৃদ্ধের মৃত্যুর পর তাঁর সৎকার নিয়ে সমস্যা দেখা দেয়। পরিবারের দাবি, তাঁরা দোরেদোরে ঘুরেও সৎকারের বন্দোবস্ত হয়নি।

পরিবারের দাবি, পুলিশ থেকে পুরসভা, স্বাস্থ্যভবন সর্বত্র কড়া নেড়েছেন তাঁরা। স্বাস্থ্যভবন তাঁদের জানিয়ে দেয় রিপোর্ট এলে তারপর পদক্ষেপ। অগত্যা ওই বৃদ্ধের দেহ বাড়িতেই পড়ে থাকে। গত মঙ্গলবার রাতে পরিবার জানতে পারে রিপোর্ট এসেছে। বৃদ্ধ করোনা পজিটিভ ছিলেন। অর্থাৎ করোনায় মৃত্যু। ফলে সৎকারও বিশেষ পদ্ধতি মেনেই হবে। তাঁরা ফের খবর দেন পুরসভায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অবশেষে ২ দিন দেহ পড়ে থাকার পর বুধবার ওই বৃদ্ধের দেহ পুরসভার তরফে নিয়ে যাওয়া হয়। তা আইসিএমআর-এর গাইডলাইন মেনেই সৎকারও করা হয়। তবে ২ দিন কেন এক বৃদ্ধের দেহ এভাবে বাড়িতে পড়ে রইল তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়রাও বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করেছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *