Kolkata

শহরে বৃষ্টি, প্রাণ জুড়োনোর আশায় শহরবাসী

অবশেষে শহরে বৃষ্টি। দুপুরে কিছুক্ষণের বৃষ্টিও যেন অনেকটা শান্তি বয়ে এনে দিল। বর্ষা প্রবেশ করার পরও কলকাতা ও তার আশপাশের এলাকা তেমন বৃষ্টি পায়নি এই সপ্তাহে। বরং বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে বলে পূর্বাভাস থাকলেও তা কলকাতায় হয়নি। ফলে শহরবাসী চাতকের মতই অপেক্ষা করছিলেন। একটানা গরম আর চরম অস্বস্তি। রাস্তায় বার হলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর। এই অবস্থায় একটু বৃষ্টির জন্য অপেক্ষায় বৃহস্পতিবার ও শুক্রবার কাটিয়ে দিয়েছে কলকাতা। শুক্রবার ছিটেফোঁটা বৃষ্টি হলেও তাকে বৃষ্টি বলেনা। তবে শনিবার সকাল থেকেই আকাশে ভাল মেঘ ছিল। মাঝে একটু রোদের দেখা মিললেও তা কিছুক্ষণের মধ্যে মেঘে ছেয়েছে। তবে আকাশে মেঘ থাকলেও অস্বস্তি ছিল চরমেই। রাস্তায় বার হওয়া মানুষজন হাঁসফাঁস করেছেন গরমে, ঘামে। বাড়িতে ফ্যানের তলাতেও এদিন গরম লেগেছে। তবে সেই সব ক্ষোভ, কষ্টকে ম্লান করে দুপুরে শহরে মেঘের গর্জন শুরু হয়। তারপরই নামে টিপটিপ বৃষ্টি।

প্রথমে টিপটিপ করে বৃষ্টি হলেও পরে ঝেঁপে বৃষ্টি পেয়েছে কলকাতা। বৃষ্টিতে ভেজা দুপুরের শহরে এদিন রাস্তায় ভিড় ছিল একটু হলেও কম। কারণটা শনিবার। সপ্তাহ শেষের ছুটির হাওয়া গায়ে লেগে গিয়েছিল। আর তারমধ্যে দুপুরের এমন সুন্দর বৃষ্টি আবহাওয়া বদলে দিয়েছে। রাস্তায় কাজে বার হওয়া মানুষও এদিন বৃষ্টি দেখে উল্লসিত। গরম আর অস্বস্তির হাত থেকে রেহাই পেতে এই বৃষ্টিটাই চাইছিলেন সকলে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বৃষ্টি হলেও খুব বেশি বৃষ্টি কিন্তু হয়নি। তবে বর্ষার শুরুতে যেমন মাঝেমধ্যেই বৃষ্টি নামে। ফের রোদ। ফের বৃষ্টি। সেই প্রবণতা শুরু হলেও কিন্তু ক্রমে গরম কমে যাবে। অস্বস্তি কমে যাবে। শহর ঠান্ডা হবে। বৃহস্পতিবার থেকেই পূর্বাভাস মেনে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে কিছুটা বৃষ্টি হয়। শুক্রবারও টুকটাক বৃষ্টি হয়েছে। কিন্তু কলকাতা বৃষ্টি পেল শনিবারে এসে। তবে দুপুরের কলকাতায় সর্বত্র বৃষ্টি কিন্তু হয়নি। তবে মেঘ করে আছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *