Kolkata

অফিস টাইমে মেট্রোয় মরণঝাঁপ, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

বুধবার ঘড়িতে তখন সকাল সাড়ে ৮টা বাজে। অফিস টাইমের মারাত্মক চাপে রোজকার মতই বাঁশদ্রোণীর মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে উপচে পড়ছিল ভিড়। দমদমগামী মেট্রো গতি কমিয়ে ঢুকছিল স্টেশন চত্বরে। আচমকা উপস্থিত যাত্রীদের হতচকিত করে মেট্রোর সামনে ঝাঁপ দেন এক প্রৌঢ়। দূর থেকে সেই দৃশ্য দেখে তড়িঘড়ি এমারজেন্সি ব্রেক কষেন চালক। কিন্তু ততক্ষণে ট্রেনের চাকা উঠে পড়েছে প্রৌঢ়ের ঘাড়ের উপর।

গুরুতর জখম প্রৌঢ়কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। এদিকে প্রৌঢ়ের আত্মহত্যার চেষ্টায় আধ ঘণ্টার জন্য থমকে যায় নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা। টালিগঞ্জ বা মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা অবশ্য স্বাভাবিক ছিল। অফিস টাইমে প্রৌঢ়ের আত্মহত্যার চেষ্টায় ব্যাপক ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। মেট্রোর ভিড় উঠে আসে রাস্তায়। বাস পেতে ভোগান্তির শিকার হন অনেকেই। আধঘণ্টা পর নিউ গড়িয়া থেকে মেট্রো পরিষেবা চালু হলে অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হয়।


Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button