Lifestyle

বিয়ের পর বিদায়ের সময় মেয়ের বুকে থুতু দেন বাবা, এটাই প্রথা

বিয়ের পর মেয়েকে স্বামীর হাত ধরে শ্বশুরবাড়ি যেতে হয়। মেয়ের পিতৃগৃহ থেকে বিদায়ের সেই বেদনাঘন মুহুর্তে মেয়ের বুকে থুতু ছিটিয়ে দেন বাবা।

Published by
News Desk

বিয়ে নিয়ে কত যে নিয়ম প্রচলিত তা হিসেব করে বলা মুশকিল। ২টি পরিবারের মধ্যেও বিয়ের নিয়মের বিভিন্নতা নজরে পড়ে। বিয়েকে ঘিরে প্রথা, সনাতনি নিয়ম, প্রচলন, আচার সবই থাকে। বিয়ে থেকে শুরু করে মেয়ের বিদায়রে সময় পর্যন্ত হাজারো নিয়ম।

পরিবার, জাতি, বর্ণ ভেদে নিয়ম যায় বদলে। সব নিয়মের খবর সকলে রাখেন না। কিন্তু এমন কিছু প্রথা রয়েছে যা সেখানকার নয়, বিশ্বের সব প্রান্তের মানুষকে হতবাক করে দেয়।

আফ্রিকার একটি জনজাতিতে বিয়ের পর মেয়ে যখন স্বামীর হাত ধরে পিতৃগৃহ ত্যাগ করে শ্বশুরবাড়ির দিকে যেতে প্রস্তুত হন, তখন মেয়েকে বিদায় জানানোর জন্য এক আজব নিয়ম পালন করেন মেয়ের বাবা।

মেয়ের স্তনে থুতু ছিটিয়ে দেন তিনি। থুতু ছিটিয়ে দেন মেয়ের মাথাতেও। শুনে অনেকের গা ঘিনঘিন করতে পারে। কিন্তু এটাই প্রচলিত প্রথা কেনিয়ার মাসাই উপজাতির।

এখানে মেয়ের বিয়ের পর বাবা বিদায়ের সময় মেয়ের স্তনে থুতু ছিটিয়ে দেওয়াই প্রাচীন রেওয়াজ। এখানে আরও একটি নিয়ম আছে। বাবা স্তনে ও মাথায় থুতু ছিটিয়ে দেওয়ার পর মেয়েকে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ির দিকে এগিয়ে যেতে হয়।

মাসাই জনজাতি, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

আর সেই সময় তিনি পিতৃগৃহ বা বেদনা মাখা ভারাক্রান্ত মনে দাঁড়িয়ে থাকা পরিবারের লোকজনের দিকে পিছন ফিরে তাকাতে পারবেননা।

এখানে প্রাচীন বিশ্বাস পিছন ফিরে তাকালে মেয়েটি পাথরে পরিণত হবেন। তাই মাসাই উপজাতিতে কোনও মেয়ে বিয়ের পর বিদায়বেলায় পিছন ফিরে ভুলেও তাকান না।

Share
Published by
News Desk