Lifestyle

বিয়ের আগে ন্যাড়া হয়ে যান কনে, কারণটা বেশ আকর্ষণীয়

বিয়ের আগে মেয়েরা চুলের সাজ নিয়ে সারা বিশ্বেই যথেষ্ট সচেতন থাকেন। কিন্তু এমন এক জায়গা রয়েছে যেখানে বিয়ের ঠিক আগেই মাথা ন্যাড়া করে ফেলেন কনেরা।

Published by
News Desk

বিয়ের সময় তাঁকে যেন সুন্দর লাগে। এটা সব মেয়েই চান। মনে মনে অনেক দিন ধরে সাজিয়ে ফেলেন বিয়ের সাজ কেমন করবেন। বন্ধু, আত্মীয়, পরিজনদের সঙ্গে বিয়ের দিনের সাজ নিয়ে নানা আলোচনা পর্ব চলতে থাকে। জীবনের সবচেয়ে বড় উৎসবটায় নিজেকে সবচেয়ে সুন্দর যাতে লাগে সে চেষ্টায় ত্রুটি রাখেন না তাঁরা।

আর এই সাজের অন্যতম দিকটাই হয় কনের চুলের সাজ। এজন্য প্রয়োজনে চুল সাজানোয় বিশেষজ্ঞদের সাহায্য নেন তাঁরা। চুল যাতে না উঠে যায় তার ব্যবস্থা অনেক আগে থেকে শুরু হয়।

অথচ এই পৃথিবীতেই এমন এক জনজাতি রয়েছে যেখানে বিয়ের ঠিক আগেই কনেরা ন্যাড়া হয়ে যান। কারণ এখানে বহু প্রাচীন একটি বিশ্বাস রয়েছে।

সেই বিশ্বাস হল যদি বিয়ের সময় মেয়ের মাথা ন্যাড়া থাকে তাহলে তিনি ভাল বর পান। সেই বিশ্বাস থেকে কেনিয়ায় আজও বোরানা জনজাতির মেয়েরা বিয়ের ঠিক আগেই তাঁদের মাথা ন্যাড়া করে ফেলেন।

বোরানা জনজাতির পুরুষরা তাহলে কি করেন? বিয়ের আগে কনে যখন মাথার সব চুল বিসর্জন দেন, তখন হবু বর কিন্তু চুলের বিশেষ যত্ন বিয়ের অনেক আগে থেকেই শুরু করে দেন।

মেয়েরা ন্যাড়া হওয়াটা যেমন প্রথা তেমন ঘন লম্বা চুল থাকা বরের ক্ষেত্রে আবশ্যিক। বরকে তাই বিয়ের আগে ঘন চুলের জন্য যা করার তা করতে হয়।

Share
Published by
News Desk