অনলাইনে ৭০ হাজার ললিপপ অর্ডার হল এক মহিলার ফোন থেকে, কে করল সেটাই আসল
ডেলিভারির পর এক মহিলা জানতে পারেন তাঁর ফোন থেকে ৭০ হাজার ললিপপ অর্ডার করা হয়েছে। কে এই অর্ডার দিয়েছে সেই নাম এই ঘটনার মোড় ঘুরিয়ে দেবে।

ডেলিভারিটা আসার পর এক মহিলা কার্যত আঁতকে ওঠেন। একটা বড় দোকানও একসঙ্গে এত অর্ডার দেয়না যত ললিপপ তিনি অর্ডার করেছেন। মহিলা দেখেন তাঁর মোবাইল থেকেই এই অর্ডার দেওয়া হয়েছে। অর্ডার করা হয়েছে ৭০ হাজার ললিপপ। যার দাম পড়ছে ৩ লক্ষ ৫৬ হাজার টাকার মতন।
তাঁর বাড়ির দরজায় ৩০টি ললিপপের কেস নামিয়ে দেন ডেলিভারি করতে আসা ব্যক্তি। যে প্রতিটি কেস-এ থাকে ২ হাজার ৩৪০টি করে ললিপপ। ওই মহিলার তো মাথায় হাত। কবে, কখন তিনি এসব অর্ডার করলেন!
অথচ অ্যামাজন সংস্থা দেখাচ্ছে অর্ডার ওই মহিলার ফোন থেকেই করা হয়েছে। অনেক খোঁজ করার পর তিনি জানতে পারেন অর্ডার তাঁর বাড়ি থেকে এবং তাঁর ফোন থেকেই হয়েছে।
করেছে তাঁর ছেলে। দ্বিতীয় শ্রেণিতে পাঠরত ওই বালক মায়ের ফোন নিয়ে খেলার সময় সেখান থেকে এই অর্ডার প্লেস করে দেয়। এই বিপুল অঙ্কের বোঝা কমাতে ওই মহিলা অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করেন।
ব্যাঙ্কেও ছোটাছুটি করতে হয় তাঁকে। প্রথমে অ্যামাজন কিছু কেস ফেরত নিতে রাজি হয়। পরে অবশ্য ওই মহিলার পরিস্থিতি এবং বাস্তবে কি ঘটেছে তা বুঝতে পেরে অ্যামাজন সংস্থা পুরো ডেলিভারিই ফেরত নিতে রাজি হয়ে যায়। যা জানার পর হাঁফ ছেড়ে বাঁচেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে আমেরিকার কেন্টাকিতে।