National

এ বছরের মত বন্ধ হয়ে গেল কেদারনাথ ও যমুনোত্রীর দরজা

প্রতি বছরই ৬ মাসের জন্য পুণ্যার্থীদের জন্য বন্ধ হয়ে যায় কেদারনাথ, যমুনোত্রী ও বদ্রিনাথ মন্দিরের দরজা। শীতের সময় বন্ধ থাকে মন্দির। বিগ্রহও নিয়ে যাওয়া হয় অন্যত্র। এবার ভাইফোঁটার দিন বন্ধ হল কেদারনাথ ও যমুনোত্রীর দরজা। আগামী ২০ নভেম্বর বন্ধ হবে বদ্রিনাথের দরজা।

শুক্রবার সকালে প্রবল ঠান্ডার মধ্যেই ১ হাজার ৭৫০ জন পুণ্যার্থী উপস্থিত ছিলেন কেদারনাথ মন্দিরে। ধর্মীয় আচার অনুষ্ঠান ও মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে রীতি মেনেই এদিন কেদারনাথ মন্দিররে দরজা বন্ধ করা হয়। আগামী ৬ মাস কেদারনাথ মন্দিরের মহাদেব থাকবেন উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অন্যদিকে এদিন রীতি মেনেই বন্ধ হয়েছে যমুনোত্রী মন্দিরের দরজাও। এখানে রাখা দেবী যমুনার বিগ্রহ আগামী ৬ মাস পূজিত হবেন খুশিমঠে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *