World

এখানে ১ মাস টানাও ঘুমিয়ে থাকেন মানুষ, হাঁটতে খেলতেও ঘুমিয়ে পড়েন

ঘুম বড় বিষম বস্তু। যাঁর বেশি হয় তাঁরও বিড়ম্বনা। আবার যাঁর কম হয় তিনি অসুখী। কিন্তু এ এমন জায়গা যেখানে কেউ একবার ঘুমোলে ১ মাসের আগে জাগেন না।

পৃথিবীতে এমনই এক জায়গা আছে যেখানে মানুষ একবার ঘুমিয়ে পড়লে সহজে তাঁকে জাগানো যায়না। সে এক আশ্চর্য গ্রাম। সে গ্রামের মানুষ যখন তখন যেখানে সেখানে অবলীলায় ঘুমিয়ে পড়েন। আর সে ঘুমের এমনই অবস্থা যে অন্তত মাস খানেকের আগে কেউ জাগেন না।

অদ্ভুত সেই গ্রামের নাম কালাচি। এখানে মানুষের ঘুমের কোনও ঠিক নেই। তাঁরা বাড়িতে, কর্মক্ষেত্রে, রাস্তাঘাটে, কথার মাঝে, আবার খেলতে খেলতেও ঘুমিয়ে পড়েন।

এ যেন ঠিক ঘুমের ফাঁদপাতা ভুবনে কে কখন ধরা পড়ে কে জানে। আর এই ফাঁদে একবার পা দিলে তার থেকে খুব সহজে রেহাই পাওয়া সম্ভব নয়।

কাজাখস্তানের এই কালাচি গ্রামের বেশিরভাগ মানুষ বহুবছর ধরেই এই অদ্ভুত সমস্যার শিকার। তাঁরা নিজেরাও এই কারণে বিব্রত হয়ে থাকেন। কিন্তু কোনওভাবেই এর কোনও সমাধান না পাওয়ায় হাজার চেষ্টাতেও তাঁরা এই অসুবিধা থেকে মুক্তি পাননি। কিন্তু কেন এই আজব ঘুম?

বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের প্রচুর গবেষণার পর এই আজব ঘুমের রহস্য উন্মোচন হয়। এই গ্রামের কাছেই রয়েছে একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনি।

সেই খনি থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস বাতাসে মিশে বাতাসে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। কার্বন মনোক্সাইডের প্রভাবে গ্রামবাসীদের মধ্যে ঘুমের প্রাদুর্ভাব ঘটে। তাঁরা যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *