Entertainment

গানের মধ্যে দিয়ে সুখবর শোনালেন বিখ্যাত গায়িকা

Published by
News Desk

তিনি গায়িকা। তাই হয়তো তাঁর সুখ, দুঃখ, ভাল লাগা, খারাপ লাগা সহ যাবতীয় অভিব্যক্তি প্রকাশের মাধ্যমই তাঁর কাছে গান। একজন শিল্পীর কাছ থেকে এটাই স্বাভাবিক। তাই বিখ্যাত গায়িকা হওয়ার সুবাদে তিনি গানের কলি আর সুরে সকলকে জানালেন এক সুখ সংবাদ। তিনি মা হতে চলেছেন। আগামী গ্রীষ্মেই কোল আলো করে আসবে তাঁর প্রথম সন্তান।

পপ সুপারস্টার কেটি পেরি-র সঙ্গে অভিনেতা অর্লান্ডো ব্লুম-এর প্রেমের সম্পর্ক বহুদিনের। দুজনে বিয়েও করতে চলেছেন বলে খবর। অর্লান্ডোর সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী মিরান্ডা কার-এর বিচ্ছেদ হওয়ার পর অর্লান্ডো ও কেটি পেরির সম্পর্ক গভীর হয়। বিয়ে এখনও হয়নি ঠিকই, তবে কেটি মা হতে চলেছেন। অর্লান্ডো ও তাঁর সন্তানের মা। কেটি জানিয়েছেন এত দিন ধরে এ খবর তিনি চেপে রেখেছিলেন। এটা তাঁর সবচেয়ে বেশিদিন চেপে রাখা খবর।

ফাইল : অর্লান্ডো ব্লুম, ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

কবে মা হচ্ছেন তিনি? কেটি জানিয়েছেন আগামী গ্রীষ্মেই মা হবেন তিনি। ইন্সটাগ্রামে একটি লাইভে কেটি আরও জানান তাঁর তো বটেই, অর্লান্ডো-রও আর তর সইছে না সন্তানের মুখ দেখার জন্য। কেটি-র এটি প্রথম সন্তান হলেও অর্লান্ডো-র একটি ৯ বছরের ছেলে আছে। তাঁর প্রথম স্ত্রীর সন্তান। এদিকে যত সময় এগোচ্ছে ততই তাঁর পছন্দের খাবার বদলাচ্ছে বলে জানিয়েছেন কেটি। আজকাল তাঁর মশলাদার খাবারে ঝোঁক বেড়েছে। আবার যে খাবারগুলি তিনি পছন্দ করতেন সেসব খাবার এখন অতটা ভাল লাগছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk