Kolkata

কালীপুজোর আনন্দ শুরু

Published by
News Desk

সামনেই কালীপুজো। আগামী মঙ্গলবার গোটা রাজ্য মেতে উঠবে কালীপুজোর আনন্দে। ফলে কালীপুজোর প্রস্তুতি প্রায় শেষ লগ্নে। ইতিমধ্যেই কুমোরটুলি সহ অন্যান্য কুমোর পাড়াগুলো থেকে কালী প্রতিমা পৌঁছে গেছে মণ্ডপে মণ্ডপে। কিছু এখনও যাচ্ছে। মোটামুটি যা পরিস্থিতি তাতে কিছু পুজো হয়তো সোমবারও ঠাকুর নিয়ে যাবে। তবে বড় বড় ঠাকুর যাঁরা করেন সেসব বারোয়ারিতে ইতিমধ্যেই পৌঁছে গেছে প্রতিমা। চারদিক আলোয় আলোয় মেতে উঠতে শুরু করেছে। দুর্গাপুজোর পরে যে শহরটা অন্ধকারে ঢেকে গিয়েছিল। সেই শহরটাই ফের কালীপুজোকে কেন্দ্র করে নতুন উদ্যমে সেজে উঠছে।

শনিবার অনেক নামী অনামী পুজোর উদ্বোধন হয়ে গেছে। সেসব পাড়ায় কালীপুজোর হুল্লোড় পুরোদমে শুরু হয়ে গেছে। শনিবার হওয়ায় সপ্তাহান্ত। ফলে ছুটি। যার প্রভাবে পাড়ায় পাড়ায় শনিবার কালীপুজো আনন্দ উৎসাহ চরমে ওঠে।

Share
Published by
News Desk