National

খুলে গেল রাস্তা, দিল্লি থেকে সোজা পৌঁছনো যাবে মানসসরোবরের পথে

বহুদিন ধরেই এই চাহিদাটা ছিল। অবশেষে তা পূরণ হল। এবার সড়কপথে দিল্লি থেকে গাড়ি নিয়ে পৌঁছনো যাবে কৈলাস মানসসরোবর।

উত্তরাখণ্ডে রয়েছে ভারত-চিন সীমান্ত। সেই সীমান্ত নিশ্চিত করছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি। সেখানেই রয়েছে লিপুলেখ পাস। এখানেই ভারত শেষ। এতদিন ঘাতিয়াবগড় থেকে এই লিপুলেখ পাস পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তা ছিল কৈলাস মানসসরোবর তীর্থযাত্রীদের জন্য অত্যন্ত কঠিন পথ। সেই পথ এবার মসৃণ হয়ে গেল। দুর্গম এলাকায় এই ৮০ কিলোমিটার রাস্তা তৈরি করল ভারত। তৈরি করল বর্ডার রোডস অর্গানাইজেশন।

রাস্তাটি আনুষ্ঠানিকভাবে খুলে দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লকডাউনের মধ্যে গত শুক্রবার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই উদ্বোধন করেন তিনি। পরে রাজনাথ সিং বলেন, মানসসরোবর যাত্রার লিঙ্ক রোড খুলে দিতে পেরে তিনি খুশি। তিনি এও বলেন যে গত কয়েক বছরে বর্ডার রোডস অর্গানাইজেশন সীমান্ত এলাকায় রাস্তা তৈরি করে দুর্দান্ত কাজ করেছে। এই রাস্তা সীমান্ত পর্যন্ত ভারতীয় সেনাকে পৌঁছে দিতেও দারুণভাবে কাজে দেবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কৈলাস মানসসরোবর যাওয়ার জন্য লিপুলেখ পাস হল উচ্চ হিমালয়ের সবচেয়ে নিচু এলাকা। ১৭ হাজার ফুট উচ্চতায় এখানেই শেষ ভারতের সীমানা। তারপর শুরু তিব্বত। লিপুলেখ পাস খুলে যাওয়ায় এখন মানসসরোবর তীর্থযাত্রীদের কমপক্ষে ৬ দিন বেঁচে গেল। এখন তাঁরা চাইলে দিল্লি থেকে ৭৫০ কিলোমিটার রাস্তা গাড়িতেই পৌঁছে যেতে পারবেন লিপুলেখ পাস। সেখান থেকে ৯৭ কিলোমিটার গেলেই কৈলাসপর্বত। এখানই অবস্থিত মানসসরোবর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *