Lifestyle

খাবার পর গ্রাহকদের ঠান্ডা ঘরে শুতে দেয় এই রেস্তোরাঁ

খাবার পর অনেক সময় ঘুম ঘুম পায়। যা রেস্তোরাঁয় খেতে গিয়ে সম্ভব নয়। কিন্তু গ্রাহকদের খেতে পেলে শুতে চাওয়ার সেই আবদারে না করেনা এই রেস্তোরাঁ।

Published by
News Desk

রেস্তোরাঁয় জমিয়ে খাবার খাওয়ার পর কিছুটা সময় টেবিলে বসে গল্পগুজব করে বিল মিটিয়ে উঠে পড়তে হয় গ্রাহকদের। এভাবেই বিশ্বজুড়ে সব রেস্তোরাঁ চলছে। সে যত বড় রেস্তোরাঁই হোক না কেন, তারা খাওয়ার পর গ্রাহকদের শুতে দেয়না নিশ্চয়ই। কিন্তু একটি রেস্তোরাঁ রয়েছে যারা গ্রাহকদের এই খেতে পেলে শুতে চাওয়ার আবদার মেনে নেয়।

গ্রাহকদের খাওয়ার পর এসি ঘরে আরাম করে নরম বিছানায় শোওয়ার সুযোগ দেয় এই রেস্তোরাঁ। এমন এক আজব রেস্তোরাঁ আপাতত বিশ্বে একটিই রয়েছে।

জর্ডনের রাজধানী আম্মানে রয়েছে এমন এক রেস্তোরাঁ। রেস্তোরাঁটির নাম মোয়াব। এই রেস্তোরাঁর সবচেয়ে জনপ্রিয় খাবারটি হল জর্ডনের একটি পুরাতনি পদ। যা ভেড়ার মাংস দিয়ে তৈরি হয়। নাম মানসাফ।

এই মানসাফ তৈরি হয় কিছুটা পচন ধরা শুকনো দইয়ের সস ও খাঁটি ঘি দিয়ে। যা ভাত দিয়ে পরিবেশন করা হয়। এই ভাত দিয়ে মানসাফ খাওয়ার পর খাবারের গুণে সকলের একটু ঘুম ঘুম পায়। একটা তন্দ্রাচ্ছন্ন আবেশ পেয়ে বসে। মনে হয় এবার একটু না শুলেই নয়!

আর সেই শোওয়ার প্রবল ইচ্ছা পূরণ করে এই রেস্তোরাঁ। রেস্তোরাঁর একটি অংশে রয়েছে শোওয়ার জায়গা। এখানে একটা ছোট্ট ঘুম দিয়ে নিতে পারেন গ্রাহকরা।

মনে করা হয় মানসাফ এমন এক খাবার যা এতটাই ভারী যে সেটি খাওয়ার পর যদি ঘুম ঘুম না পায় তার অর্থ মানসাফ রান্না ঠিকঠাক হয়নি। এই রেস্তোরাঁর ভিডিও ট্যুইটারে ছড়িয়ে পড়ার পর তা বহু মানুষের নজর কাড়ে।

Share
Published by
News Desk