Business

টিভি, ফ্রিজ, গাড়ি কিনবেন না, পরামর্শ দিলেন বিশ্বের অন্যতম ধনী মানুষ

মানুষ উৎসবের দিনে অনেক সময় প্রয়োজনীয় জিনিস খরচের কথা না ভেবেই কিনে ফেলেন। সেসব না কিনতে পরামর্শ দিলেন বিশ্বের অন্যতম ধনী মানুষ।

অনলাইনে জিনিস কেনার জন্য বিশ্বের অন্যতম শক্তিশালী ই-কমার্স সংস্থা হল অ্যামাজন। ভারতেও অ্যামাজন থেকে মানুষ যা প্রয়োজন কিনে নেন। গত আড়াই বছরের উপর অ্যামাজনের ব্যবসা এক বিশ্বজোড়া ব্যাধির কারণে আরও বেড়েছে।

সেই অ্যামাজনে টিভি, ফ্রিজও বিক্রি হয়। যাতে অ্যামাজনেরই মুনাফা। কিন্তু সেই অ্যামাজনের মালিক তথা বিশ্বের অন্যতম সেরা ধনীর তকমা পাওয়া জেফ বেজোস মানুষকে টিভি, ফ্রিজ, গাড়ি এসব কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিলেন।

ডিসেম্বর মানে একটা ছুটির আবহ। ইউরোপ, আমেরিকায় এ সময়টা কার্যত বছরান্তের ছুটিতে মেতে ওঠার সময়। বড়দিন, নতুন বছর এসব তো রয়েছেই।

Jeff Bezos
ফাইল : জেফ বেজোস, ছবি – আইএএনএস

এই উৎসবমুখর সময়ে মানুষ টিভি, ফ্রিজ থেকে গাড়ি অনেক কিছুই কিনে ফেলেন। সেটাই না করতে বললেন জেফ। সঙ্গত কারণেই তিনি একথা বলেছেন। জেফ কেন একথা বলেছেন তাও তিনি ব্যাখ্যা করেছেন।

জেফ বেজোসের দাবি, আমেরিকা আর কিছুদিনের মধ্যে অর্থনৈতিক মন্দার শিকার হতে চলেছে। ফলে এ সময়টা অপ্রয়োজনীয় খরচের নয়। আনন্দ করার জন্য খরচ করার নয়। বরং যে উপার্জিত টাকা রয়েছে তা হাতে ধরে রাখার সময়।

প্রয়োজন ছাড়া জিনিস কেনা থেকে নিজেদের দূরে রাখতেই জেফ বেজোস মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষকে পরামর্শ দিয়েছেন। যা আর্থিক মন্দির দিনগুলোতে মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার রসদ যোগাবে। ভরসা দেবে।

অন্যদিকে আমেরিকায় আর্থিক মন্দা শুরু হলে তার প্রভাব থেকে বিশ্বও সম্পূর্ণ আঁচ মুক্ত থাকতে পারবেনা বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *