Sports

সাতপাকে বাঁধা পড়লেন যশপ্রীত বুমরাহ

এবার সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল পেস অস্ত্র যশপ্রীত বুমরাহ। নিজেই নিজের বিয়ের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

পানাজি : ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট চলাকালীন তৃতীয় টেস্টের পরই তাঁকে ছুটি দিয়েছিল ভারতীয় বোর্ড। বলা হয়েছিল ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন বুমরাহ। কিন্তু খবর ছড়াতে কতক্ষণ! বুমরাহ যে বিয়ে করার জন্য ছুটি নিয়েছেন তা জানতে সংবাদমাধ্যমের বাকি ছিলনা।

সোমবার বুমরাহর সঙ্গে বিয়ে হল স্পোর্টস অ্যাংকর সঞ্জনা গণেশনের। ২ জনের ৪ হাত এদিন এক হল গোয়ায়। গোয়ার একটি রিসর্টে সোমবার বিয়ে সম্পন্ন হয়।

বিয়েতে ৫০ জনের মত উপস্থিত ছিলেন। ২ পরিবারের আত্মীয় পরিজনই কেবল উপস্থিত ছিলেন বিয়েতে। ভারতীয় ক্রিকেটের কেউ এদিন বিয়েতে উপস্থিত ছিলেননা।

বুমরাহ বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেন। চেপে রাখেননি নিজের আনন্দও। একটি নতুন জীবনের পথচলা শুরুর মুহুর্তে নিজের আবেগ তুলে ধরেন পোস্টে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে হার্দিক পাণ্ডিয়া, হরভজন সিং, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।


আমেদাবাদের বাসিন্দা বুমরাহ সেখানে মা ও বোনের সঙ্গে থাকেন। এবার তাঁদের পরিবারে যুক্ত হলেন আরও এক সদস্য। এক সময় বুমরাহর সাক্ষাৎকার নিয়েছিলেন তাঁর সদ্য বিবাহিত স্ত্রী। সেখান থেকেই তাঁদের আলাপ। তারপর ক্রমে সম্পর্ক গভীর হয়। যা পরিণতি পেল সোমবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button