
ফের ভূমিকম্পে কাঁপল জাপান। দক্ষিণ-পশ্চিম জাপান এদিন ফের কেঁপে ওঠে। বৃহস্পতিবারের কম্পনের পর এদিনের আফটারশকে বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বাড়ি থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় আশ্রয় নেন তাঁরা। তবে শুক্রবারের কম্পন বৃহস্পতিবারের মত অতটা শক্তিশালী ছিল না। এদিকে বৃহস্পতিবারের কম্পনে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয় ৯ জনের। তাঁদের দেহ এদিন উদ্ধারকারীরা খুঁজে পেয়েছেন। বিভিন্ন জায়গা ধসে পড়ে আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। বারবার কম্পনে জাপান জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।