Lifestyle

কুকুর হয়ে যেতে ১২ লক্ষ টাকা খরচ করলেন এক ব্যক্তি

১২ লক্ষ টাকা মুখের কথা নয়। সেই টাকা একজন খরচ করলেন তাঁর ইচ্ছাপূরণ করতে। মানুষ থেকে হয়ে গেলেন কুকুর।

Published by
News Desk

মানুষের কত কিছুই তো ইচ্ছে হয়। যেমন এক ব্যক্তির অনেক দিনের ইচ্ছে ছিল যে তিনি একটি পশু হয়ে উঠবেন। সাতপাঁচ ভেবে তিনি স্থির করলেন কুকুর হবেন। কুকুর হবেন মানে তিনি কুকুর সাজবেন।

কিন্তু কুকুর সাজব বললেই তো হুবহু কুকুরের মত দেখতে হয়ে ওঠা যায়না। সেজন্য একটি দীর্ঘ প্রক্রিয়া ও অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়। সেটাই করেন টোকো নামে ওই ব্যক্তি।

কুকুর হয়ে উঠতে খরচ করে ফেলেন ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লক্ষ টাকা। তারপর একসময় তিনি কুকুর হয়ে ওঠেন। কলি প্রজাতির কুকুর হয়ে ওঠেন তিনি।

এই কলি প্রজাতির কুকুর চেহারায় একটু বড়সড় হয়। লোমশ বড় চেহারার এই কুকুরই টোকোর ভাল লেগে যায়। সেই কুকুর সাজার জন্য বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি করেন পোশাক। যা তিনি পরার পর তাঁকে দূর থেকে দেখে অন্য কুকুরেরও সময় লাগবে বুঝতে যে ওটি কুকুর নয়।

১২ লক্ষ টাকা খরচ করে কলি কুকুর সেজে টোকো রাস্তায় বার হন। যেমন রাস্তায় কুকুর মনিবের সঙ্গে বার হয় তিনিও এক তরুণীর সঙ্গে সেভাবেই বার হন।

জাপানের বাসিন্দা টোকো কুকুরের মত চারপায়ে হেঁটে নিজের শরীরকে কুকুরের পোশাকে এমনভাবে ঢুকিয়ে ফেলেন যে তাঁকে দেখে হুবহু কুকুর বলেই মনে হচ্ছিল।

কলি কুকুর সেজে রাস্তায় বার হওয়ার পর একাধিক কুকুর টোকোর দিকে এগিয়ে আসে। অনেক মানুষ ঘুরে দেখেন তাঁর দিকে। তবে টোকো নিজের কোনও ছবি সামনে আনেননি। যা দেখে তাঁর প্রকৃত মানবরূপ সকলে দেখতে পান।

Share
Published by
News Desk