World

দুর্গম এলাকায় অতিপ্রবল বৃষ্টিতে মৃত ১৫, নামল সেনা

অতিপ্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ধস নামছে পাহাড়ে। মৃত ১৫ জন।

টোকিও : প্রবল বৃষ্টি চলছে বেশ কয়েকদিন ধরে। ফলে পাহাড়ি এলাকা জুড়ে পাহাড়ের গা আলগা হয়েছে। আলগা মাটি ধস হয়ে নেমে এসেছে বারবার। ধসে বিপর্যস্ত গোটা এলাকা। জাপানের দ্বীপ কিউসু-তে এখন এমনই পরিস্থিতি। ইতিমধ্যেই ধসে চাপা পড়ে এবং বন্যার জলের তোড়ে ভেসে গিয়ে ১৫ জন প্রাণ হারিয়েছেন।

১৫ জন প্রাণ হারানোর পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন। ধস নামার পর বেশ কয়েকজনকে কাদামাটির তলা থেকে টেনে বার করে আনেন স্থানীয়রাই। ফলে তাঁরা প্রাণে বেঁচে যান। তবে ধসের তলায় আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন। তাই আপাতত ১৫ জনের কথা বলা হলেও স্থানীয় প্রশাসন মৃতের চূড়ান্ত সংখ্যা বলতে নারাজ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পরিস্থিতি ক্রমশ ঘোরাল আকার নিচ্ছে এখন বৃষ্টি সমান তালে চলতে থাকায়। বৃষ্টি না থামায় ২ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা। ১০ হাজার সেনাকে উদ্ধারকাজে লাগানো হয়েছে। কারণ কিউসু দ্বীপ জুড়েই পাহাড়ি দুর্গম এলাকা। তারওপর সেখানে অঝোরে বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে একমাত্র সেনাই পারে উদ্ধারকাজ চালাতে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে স্থানীয় মানুষকে চূড়ান্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *